logo
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

বিএনপি নেতাদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগে নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক
  ০৩ নভেম্বর ২০২৫, ১৯:৫০

বিএনপি ও দলের নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম এবং গণমাধ্যমে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলার আবেদন করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন নিউ মার্কেট থানা যুবদলের নেতা কাজী মুকিতুজ্জামান।

আদালত আবেদনটি আমলে নিয়ে মামলার তদন্তের দায়িত্ব দিয়েছে গোয়েন্দা পুলিশকে (ডিবি)।

মামলার আবেদনে বলা হয়েছে, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর নাসিরুদ্দীন পাটওয়ারী ইচ্ছাকৃতভাবে বিএনপি এবং দলের নেতৃত্বে থাকা ব্যক্তিদের সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে বিভিন্ন মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম এবং গণমাধ্যমে প্রচার করেছেন। এসব বক্তব্য দলের ভাবমূর্তি নষ্ট করার পাশাপাশি নেতাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করেছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আদালতের নির্দেশে বিষয়টি তদন্ত করে ডিবি পুলিশ পরবর্তী পদক্ষেপ নেবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12