logo
  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

আট দফা দাবিতে সিলেট রেলপথে দিনব্যাপী অবরোধ, ট্রেন চলাচলে ব্যাঘাত

অনলাইন ডেস্ক
  ০১ নভেম্বর ২০২৫, ১৩:৫৫
সমকাল

সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রেলপথে দুটি নতুন ট্রেন চালু এবং রেলপথ সংস্কারসহ আট দফা দাবিতে পূর্ব ঘোষিত রেলপথ অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে বিকেল ৫টা পর্যন্ত।

মৌলভীবাজার জেলার কুলাউড়া, শ্রীমঙ্গল, শমশেরনগর ও ভানুগাছসহ বিভিন্ন স্টেশনে দাবি আদায় বাস্তবায়ন কমিটির আহ্বানে সাধারণ মানুষও লাল পতাকা হাতে অবস্থান নিয়ে আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন।

আন্দোলনের সমন্বয়ক আজিজুল ইসলাম ও মুখ্য সমন্বয়ক আতিকুর রহমান আখই আগেই এক বিবৃতিতে সাধারণ জনগণকে ১ নভেম্বর ট্রেন ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানান। তারা বলেন, সিলেট অঞ্চলের রেলপথের বেহাল অবস্থা ও যাত্রীসেবার মানোন্নয়নের দাবিতে গত চার মাস ধরে নানা কর্মসূচি পালন করা হলেও রেল কর্তৃপক্ষের আশ্বাস বাস্তবায়িত হয়নি।

গত ২৭ সেপ্টেম্বর কুলাউড়ায় অবস্থান ধর্মঘট চলাকালে রেলওয়ের ঢাকা অঞ্চলের ডিআরএম আলোচনার আশ্বাস দেন। পরবর্তীতে ১০ অক্টোবর কুলাউড়া জংশন স্টেশনের ভিআইপি ওয়েটিং রুমে মহাব্যবস্থাপক মো. মহিউদ্দিন আরিফের সঙ্গে বৈঠকেও আন্দোলনকারীরা সন্তুষ্ট হননি। ফলে তারা ৩১ অক্টোবরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ১ নভেম্বর অবরোধের ঘোষণা দেন।

আন্দোলনকারীদের আট দফা দাবির মধ্যে রয়েছে:

১. সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রুটে দুটি বিশেষ ট্রেন চালু,

২. আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডাবল লাইন বাস্তবায়ন,

৩. আখাউড়া-সিলেট সেকশনে অন্তত একটি লোকাল ট্রেন চালু,

৪. বন্ধ স্টেশনগুলো পুনরায় চালু,

৫. কুলাউড়া জংশনে আসনসংখ্যা বৃদ্ধি,

৬. কালনী ও পারাবত ট্রেনের যাত্রাবিরতি প্রত্যাহার,

৭. শিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন ব্যবহার এবং

৮. যাত্রী চাহিদা অনুযায়ী অতিরিক্ত বগি সংযোজন।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, রেলওয়ের অবহেলার কারণে সিলেট অঞ্চলের মানুষ প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

কুলাউড়া রেলস্টেশনে আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন মৌলভীবাজার-২ আসনের সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবেদ রাজাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অবরোধ চলাকালে সকাল সাড়ে আটটার দিকে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস কুলাউড়া স্টেশন অতিক্রম করলেও, দুপুরে ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ও সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের যাত্রায় বিলম্ব ঘটে। কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমদ সমকালকে জানান, অবরোধের কারণে ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটছে।

তথ্যসূত্র- সমকাল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
ঢাকা থেকে নির্বাচন করতে চান নাহিদ ইসলাম
সিলেট সীমান্তে বাংলাদেশে ঢুকে খুঁটি উপড়ে ফেলে বিএসএফ, স্থানীয়দের তীব্র প্রতিবাদ
ঢাকার বাড্ডায় প্রেমিক-প্রেমিকার অর্ধগলিত মরদেহ উদ্ধার
আবারও ঢাকার মঞ্চে আসছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’
12