শেখ হাসিনাকে ‘খুনি’ বলতে অস্বীকৃতি, ব্যাখ্যায় খালেদ মুহিউদ্দীন
		
		
		
		
		নিউইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম ‘ঠিকানা’-এর সাংবাদিক খালেদ মুহিউদ্দীন বলেছেন, “আশ্চর্য! আমি একটা মানুষকে কেন খুনি বলব?”—এমন বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।
গত মঙ্গলবার (২৮ অক্টোবর) এক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনায় অংশ নেন খালেদ মুহিউদ্দীন। সেখানে শেখ হাসিনার সাক্ষাৎকার (ইন্টারভিউ) নেওয়া নিয়ে প্রশ্ন তোলা হয়।
আলোচনায় উপস্থিত একজন প্রশ্ন করেন, “যে খুনি, তাকে আপনি খুনি বলছেন না কেন?”—এর জবাবে খালেদ মুহিউদ্দীন বলেন, “যে খুনি, তার বিচার করার ভার আদালতের। আশ্চর্য! আমি একটা মানুষকে কেন খুনি বলব? বুঝলাম না।”
তিনি আরও বলেন, “আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার নিতে চাইলে তাতে দোষ কোথায়? আমি কি বলেছি, তিনি নির্দোষ? সাংবাদিক হিসেবে যদি ইন্টারভিউ নিতে চাই, তাহলে কি আমি তার দোসর হয়ে যাই?”
তবে এ বক্তব্যের পর অনেকেই প্রশ্ন তুলেছেন, শেখ হাসিনার সাক্ষাৎকার নেওয়ার ইচ্ছা কি তাকে ‘নরমালাইজ’ করার চেষ্টা নয়?
এই প্রসঙ্গে খালেদ মুহিউদ্দীন বলেন, “জার্নালিজম সবসময় জনগণের আগ্রহের জায়গাটিকেই গুরুত্ব দেয়। শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী, জনগণের আগ্রহ থেকেই কেউ কেউ বলছেন তার সাক্ষাৎকার নেওয়া উচিত। কিন্তু তাকে নরমালাইজ করা সম্ভব নয়। পাঁচ লাখ ইন্টারভিউও শেখ হাসিনাকে নরমালাইজ করতে পারবে না।”
তার এই মন্তব্যকে ঘিরে এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানামুখী আলোচনা।
মন্তব্য করুন




