৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ
৪৭তম বিসিএসের লিখিত (আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।
রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ—এই আটটি বিভাগীয় কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে পদ-সংশ্লিষ্ট কিছু বিষয়ের পরীক্ষা শুধুমাত্র ঢাকায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিপিএসসি।
প্রকাশিত রুটিন অনুযায়ী, আবশ্যিক পরীক্ষাগুলো সকাল ১০টা থেকে শুরু হয়ে বিষয়ভেদে দুপুর ১টা বা ২টা পর্যন্ত চলবে। ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্র, ৩০ নভেম্বর বাংলা দ্বিতীয় পত্র, ১ ডিসেম্বর ইংরেজি, ৩ ডিসেম্বর বাংলাদেশ বিষয়াবলি, ৪ ডিসেম্বর আন্তর্জাতিক বিষয়াবলি, ৭ ডিসেম্বর গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা এবং ৮ ডিসেম্বর সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে পরীক্ষা হবে।
আবশ্যিক পরীক্ষা শেষে ১০ ডিসেম্বর থেকে শুরু হবে পদ-সংশ্লিষ্ট লিখিত পরীক্ষা। এসব পরীক্ষা ১০, ১১, ১৫, ১৭ ও ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
বিপিএসসি জানিয়েছে, পরীক্ষার হল, আসন বিন্যাস এবং অন্যান্য নির্দেশনা পরে কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) ও টেলিটক ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd/) প্রকাশ করা হবে। প্রয়োজনে সময়সূচিতে পরিবর্তনের অধিকার কমিশন সংরক্ষণ করেছে।
মন্তব্য করুন





