বিজিবিতে নতুন ২,২৫৮ পদ অনুমোদন, বাড়ছে বাহিনীর আকার
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনবল বাড়ছে। নতুন করে আরও ২ হাজার ২৫৮টি পদ সৃষ্টির অনুমোদন দিয়েছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন পদগুলো বিজিবির তিনটি ব্যাটালিয়ন ও একটি হাসপাতালের জন্য বরাদ্দ করা হবে। নতুন ব্যাটালিয়ন স্থাপন করা হবে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী, বান্দরবানের থানচি এবং মেহেরপুর জেলায়। আর হাসপাতালটি স্থাপন করা হবে খাগড়াছড়ির গুইমারা উপজেলায়।
প্রতিটি ব্যাটালিয়নের জন্য ৭৪২টি করে পদ এবং হাসপাতালের জন্য ৩২টি পদ সৃষ্ট হয়েছে। এতে বিজিবির মোট জনবল বেড়ে দাঁড়াবে ৫৯ হাজার ৭৩৫ জনে।
স্বাধীনতার পর ১৯৭২ সালে সীমান্ত রক্ষার জন্য গঠিত হয় তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর)। পরবর্তীতে ২০১১ সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মন্তব্য করুন

