logo
  • রোববার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

এডিপির তিন মন্ত্রণালয় এক টাকাও খরচ করতে পারেনি

অনলাইন ডেস্ক
  ২৬ অক্টোবর ২০২৫, ১৯:৫২

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে পিছিয়ে পড়েছে তিনটি মন্ত্রণালয় ও বিভাগ। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে তারা এক টাকাও খরচ করতে পারেনি। অথচ তাদের মোট ২০টি প্রকল্পে বরাদ্দ ছিল ৪ হাজার ৯৩০ কোটি টাকা।

এই তিনটি সংস্থা হলো—স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংসদবিষয়ক সচিবালয়।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ১৪টি প্রকল্পে বরাদ্দ ছিল ৪ হাজার ৮০৯ কোটি টাকা। কিন্তু কোনো খরচ দেখানো হয়নি।

একই অবস্থা পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংসদবিষয়ক সচিবালয়ের। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৪ প্রকল্পে বরাদ্দ ১২১ কোটি টাকা, সংসদ সচিবালয়ের এক প্রকল্পে বরাদ্দ ২০ লাখ টাকা। তবে তিন সংস্থার কেউই টাকা খরচ করতে পারেনি।

আইএমইডির তথ্যমতে, জুলাই-সেপ্টেম্বর মেয়াদে সারাদেশে এডিপি বাস্তবায়ন হার মাত্র ৫ দশমিক শূন্য ৯ শতাংশ। তিন মাসে মোট খরচ হয়েছে ১২ হাজার ১৫৮ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ১ হাজার ৫৭ কোটি টাকা কম।

চলতি অর্থবছরে সরকারের মোট এডিপি বরাদ্দ ২ লাখ ৩৮ হাজার ৬৯৫ কোটি টাকা। এর আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পের সংখ্যা ১ হাজার ১৯৮টি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12