২৭তম বিসিএসের ১১৩৭ জন চাকরি ফেরত পাবেন কিনা, রায় বৃহস্পতিবার
২৭তম বিসিএস পরীক্ষায় নিয়োগবঞ্চিত ১,১৩৭ জন চাকরি ফেরত পাবেন কিনা, সে বিষয়ে চূড়ান্ত রায় আগামীকাল, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি ২০২৫) দিবাগত দিন ধার্য করেছেন আপিল বিভাগ। আজ (১৯ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৫ সদস্যবিশিষ্ট আপিল বিভাগের বেঞ্চ এই বিষয়ে শুনানি শেষে রায়ের তারিখ ঘোষণা করেছে।
২০১০ সালের ১১ জুলাই ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের বৈধতা নিয়ে উচ্চ আদালত রায় ঘোষণা করে। তবে এরপর ১,১৩৭ জন নিয়োগবঞ্চিত প্রার্থীরা ২০১৪ সালে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করেন। গত বছরের ৭ নভেম্বর আপিল বিভাগের কাছে এই আপিল শুনানির জন্য উপস্থাপিত হয়েছিল। এর পরবর্তী পর্যায়ে, ১,১৩৭ জনের পক্ষে আরও ১৪০ জন পৃথক আবেদন করেন, যাতে দ্বিতীয়বার মৌখিক পরীক্ষা নেয়ার বৈধতা নিয়ে পুনর্বিবেচনা করা হয়।
এই মামলায় আইনজীবী সালাহ উদ্দিন দোলন সাংবাদিকদের জানান, "২০০৭ সালে ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এরপর ২০০৮ সালের ২৯ জুলাই দ্বিতীয় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর পর ৩ হাজার ২২৯ জন উত্তীর্ণ হন। এই পরীক্ষার ফলাফলে চাকরিতে নিয়োগ দেয়া হয়। কিন্তু, মামলার পর দ্বিতীয় মৌখিক পরীক্ষাকে অবৈধ ঘোষণা করা হয়।"
তাছাড়া, দ্বিতীয় মৌখিক পরীক্ষা নেয়ার বৈধতা সম্পর্কে তার দাবি, তত্ত্বাবধায়ক সরকারের সময়ে এই সিদ্ধান্ত নেয়া উচিত ছিল না, কারণ সেই সময় সরকারের কাছে এমন কোনো আইনগত ক্ষমতা ছিল না। তিনি জানান, প্রার্থীদের পিএসসি আইন ও বিধি অনুসারে দ্বিতীয়বার মৌখিক পরীক্ষা নেওয়া অসম্ভব ছিল।
আপিল বিভাগের ২০১০ সালের রায়ে দ্বিতীয় মৌখিক পরীক্ষা নেয়ার সিদ্ধান্তকে সঠিক বলে ঘোষণার পর এই বিষয়টি আরও জটিল হয়ে উঠে। বর্তমান পরিস্থিতিতে, ১,১৩৭ জন নিয়োগবঞ্চিত প্রার্থীদের জন্য রায় ঘোষণা করা হবে, যা তাদের চাকরি ফেরত পেতে বড় ভূমিকা রাখবে।
জাগতিক /এস আই
মন্তব্য করুন





