মাইক্রোসফটের কোপাইলটে আসছে গ্রুপ চ্যাটসহ একাধিক নতুন সুবিধা
ব্যবহারকারীদের কাজ আরও সহজ করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহকারী কোপাইলটের নতুন সংস্করণ উন্মোচন করেছে মাইক্রোসফট। এবার যুক্ত হয়েছে একাধিক নতুন ফিচার, যার মধ্যে উল্লেখযোগ্য হলো গ্রুপ চ্যাট সুবিধা।
নতুন সংস্করণে সর্বোচ্চ ৩২ জন ব্যবহারকারী একসঙ্গে নির্দিষ্ট বিষয়ে মতবিনিময়, পরিকল্পনা ও কাজ ভাগাভাগি করতে পারবেন। কোপাইলট আলোচনার মূল বিষয়গুলো সংক্ষেপে তুলে ধরবে, নতুন ধারণা দেবে এবং কাজের দায়িত্ব বণ্টনে সহায়তা করবে।
মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগের প্রধান মোস্তাফা সুলেইমান জানিয়েছেন, এআই নিয়ে চারদিকে অনেক ভয় ও বিভ্রান্তি ছড়ালেও তারা প্রযুক্তিকে মানুষের সহায়ক হিসেবে গড়ে তুলতে চান। তাঁর ভাষায়, “আমাদের লক্ষ্য হলো প্রযুক্তি যেন মানুষের কাজে লাগে, মানুষ যেন প্রযুক্তির অধীন না হয়।”
নতুন সংস্করণে যুক্ত হয়েছে ‘ইমাজিন’ নামের একটি ফিচার, যা ব্যবহারকারীদের তৈরি করা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ছবি দেখা, সম্পাদনা ও রিমিক্স করার সুযোগ দেবে। এতে সম্মিলিতভাবে সৃষ্টিশীল কাজের পরিধি বাড়বে।
এছাড়া কোপাইলটে এসেছে নতুন অ্যাভাটার ‘মিকো’। ব্যবহারকারীরা এটি নিজেদের মতো সাজাতে পারবেন। কথোপকথনের ভঙ্গি ও আবেগ অনুযায়ী মিকোর রং ও অ্যানিমেশন বদলে যাবে, যা ভয়েস ইন্টারঅ্যাকশনকে আরও স্বাভাবিক করে তুলবে।
আরও যুক্ত হয়েছে ‘রিয়েল টক’ নামের কথোপকথনের ধরন, যা ভদ্রতা বজায় রেখে ব্যবহারকারীর ধারণাকে চ্যালেঞ্জ করতে পারে এবং ধীরে ধীরে আস্থা তৈরি করে।
নতুন কোপাইলট এখন ওয়ানড্রাইভ, আউটলুক, জিমেইল, গুগল ড্রাইভ ও গুগল ক্যালেন্ডারের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত হয়ে কাজ করতে পারবে। মাইক্রোসফট জানিয়েছে, ব্যক্তিগত গোপনীয়তা ও তথ্যের সুরক্ষা তাদের প্রধান অগ্রাধিকার।
এছাড়া এজ ব্রাউজারে যুক্ত হয়েছে নতুন ‘কোপাইলট মোড’, যা ব্রাউজারটিকে ভয়েস সহকারীতে রূপান্তর করবে। এটি একাধিক ট্যাব বিশ্লেষণ করতে, তথ্য সংক্ষেপে উপস্থাপন করতে এবং হোটেল বুকিংয়ের মতো কাজও সম্পন্ন করতে পারবে।
প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা নতুন সংস্করণের কোপাইলট ব্যবহার করতে পারবেন।
মন্তব্য করুন

