ভক্তদের ভালোবাসা কখনো কখনো বিপজ্জনকও হতে পারে

সম্প্রতি যুক্তরাষ্ট্রের মায়ামিতে কনসার্ট চলাকালে এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিপদে পড়েন তিনি।
গত বৃহস্পতিবার রাতে কাসেয়া সেন্টারে অনুষ্ঠিত কনসার্টে মঞ্চ থেকে নেমে ভক্তদের সঙ্গে হাত মেলাচ্ছিলেন বিলি আইলিশ। ঠিক তখনই দর্শকদের মধ্যে থেকে একজন ভক্ত হঠাৎ তাঁর হাত শক্ত করে টেনে নেন। এতে ভারসাম্য হারিয়ে ব্যারিকেডে ধাক্কা খান এই পপ তারকা। দ্রুত নিরাপত্তাকর্মীরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন।
সৌভাগ্যবশত, বিলি আইলিশ কোনো আঘাত পাননি এবং মুহূর্তের মধ্যেই মঞ্চে ফিরে যান।
মায়ামি পুলিশ এনবিসি নিউজকে জানিয়েছে, যে ব্যক্তি তাঁকে টেনেছিলেন, তাকে সঙ্গে সঙ্গে কনসার্ট ভেন্যু থেকে বের করে দেওয়া হয়েছে। তবে এখনো তাঁর বিরুদ্ধে কোনো আইনি অভিযোগ আনা হয়নি। বিলি আইলিশ বা তাঁর টিম এ বিষয়ে এখনো মন্তব্য করেননি।
এর আগেও কনসার্টে দর্শকদের আচরণ নিয়ে কথা বলেছেন গায়িকা। ২০২৩ সালে দ্য হলিউড রিপোর্টার-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “মানুষ উত্তেজনায় মঞ্চের দিকে জিনিস ছোড়ে। এটা বিপজ্জনক, যদিও তা ভালোবাসা থেকেই করে।” ২০২৪ সালের ডিসেম্বরে অ্যারিজোনার এক কনসার্টে ‘হোয়াট ওয়াজ আই মেড ফর?’ গান পরিবেশনের সময় একটি নীল ব্রেসলেটে আঘাত পান তিনি।
বৃহস্পতিবারের অনুষ্ঠানটি ছিল আইলিশের ‘হিট মি হার্ড অ্যান্ড সফট’ ট্যুরের উত্তর আমেরিকা পর্বের উদ্বোধনী কনসার্ট। একই ভেন্যুতে ১১ ও ১২ অক্টোবর আরও দুটি শো করার কথা রয়েছে তাঁর। এরপর নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রজুড়ে এই ট্যুর চলবে।
মন্তব্য করুন