logo
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

বাংলাদেশের তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার

অনলাইন ডেস্ক
  ১৩ অক্টোবর ২০২৫, ১০:৫১
পলাশ সিকদার

বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলকে (আইএফএডি) দেশের তরুণ কৃষি উদ্যোক্তা, নারী, কৃষক ও খাদ্যপ্রক্রিয়াজাতকর্মীদের সহায়তায় একটি সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন।

রোববার ইতালির রোমে অনুষ্ঠিত বিশ্ব খাদ্য ফোরামের ফাঁকে আইএফএডির প্রেসিডেন্ট আলভারো লারিওর সঙ্গে বৈঠকে তিনি এ প্রস্তাব দেন।

প্রফেসর ইউনুস বলেন, “আমি আপনাদের প্রতি আহ্বান জানাই—একটি সামাজিক ব্যবসা তহবিল তৈরি করুন। এ ধরনের তহবিল দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা ও তরুণ, কৃষক, নারী এবং মৎস্যখাতের উদ্যোক্তাদের উন্নয়নে বড় ভূমিকা রাখবে।”

বৈঠকে তারা বাংলাদেশে গভীর সমুদ্র মৎস্যশিল্পের সম্ভাবনা, আম ও কাঁঠালের রপ্তানি বৃদ্ধি, জলবায়ু সহনশীল কৃষি উদ্যোক্তা তৈরির কৌশল, এবং মহিষের দুধ থেকে মোজারেলা চিজ উৎপাদনে সহায়তা নিয়ে আলোচনা করেন।

প্রফেসর ইউনুস আইএফএডি প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং কৃষি, সামাজিক ব্যবসা ও প্রযুক্তি খাতে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো অনুসন্ধানে একটি দল পাঠানোর অনুরোধ করেন।

প্রেসিডেন্ট লারিও বাংলাদেশে সামাজিক ব্যবসা উদ্যোগ ও বেসরকারি খাতের সঙ্গে সহযোগিতা বাড়াতে আইএফএডির আগ্রহের কথা জানান। তিনি বলেন, বর্তমানে সংস্থাটি বাংলাদেশে অর্ধডজনের বেশি কৃষি উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করছে।

প্রধান উপদেষ্টা ফলপ্রক্রিয়াকরণ, কোল্ড স্টোরেজ, গুদাম সুবিধা ও উষ্ণমণ্ডলীয় ফল যেমন আম ও কাঁঠালের বড় পরিসরে রপ্তানিতে প্রযুক্তিগত সহায়তা ও বিনিয়োগের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, “আমরা এখন আম রপ্তানি শুরু করেছি, তবে পরিমাণ এখনো খুবই কম। চীন বাংলাদেশ থেকে বড় আকারে আম ও কাঁঠাল আমদানি করতে আগ্রহ প্রকাশ করেছে।”

বৈঠকে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফারিদা আখতার । তিনি জানান, বাংলাদেশের নারী খামারিরা মহিষের দুধ দিয়ে মোজারেলা চিজ তৈরি করছেন এবং এই খাত সম্প্রসারণে আইএফএডির সহায়তা চান।

প্রফেসর ইউনুস বলেন, বঙ্গোপসাগরের গভীর সমুদ্র মৎস্যশিল্প এখনো অনাবিষ্কৃত। অধিকাংশ জেলে অগভীর পানিতেই মাছ ধরেন, কারণ বিনিয়োগ ও প্রযুক্তিগত জ্ঞানের ঘাটতি রয়েছে। তিনি বলেন, “আমরা এখনো গভীর সমুদ্রে মাছ ধরার সাহস পাই না। আইএফএডি এই খাতে অর্থায়ন ও প্রযুক্তি সহায়তার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

১৯৭৮ সাল থেকে বাংলাদেশে আইএফএডি ৩৭টি প্রকল্পে অংশীদার হয়েছে, যার মোট মূল্য ৪.২৬ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে ১.১৩ বিলিয়ন ডলার সরাসরি আইএফএডি অর্থায়ন করেছে। বর্তমানে ৪১২ মিলিয়ন ডলারের ছয়টি প্রকল্প চলমান রয়েছে, আরও একটি প্রকল্প প্রক্রিয়াধীন।

প্রফেসর ইউনুস বিকেল ৫টার দিকে রোমে পৌঁছান। তিনি বিশ্ব খাদ্য ফোরামে মূল বক্তব্য দেবেন এবং উচ্চপর্যায়ের বিভিন্ন ব্যক্তির সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং আইএফএডির সহযোগী সহ-সভাপতি ডোনাল ব্রাউন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
ডব্লিউএফএফ'র সভায় যোগ দিতে রোমের পথে প্রধান উপদেষ্টা
অনেকে বলে তরুণরাই ভবিষ্যৎ, আমি বলি, তরুণরাই বর্তমানঃন প্রধান উপদেষ্টা 
জুলাই সনদ সই হবে ১৭ অক্টোবর
রোববার ইতালি সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
12