রমনা কালীমন্দির এলাকায় শত টাকায় বিক্রি হচ্ছে একটি কদবেল

ছবি: পলাশ শিকদার
ঢাকার রমনা কালীমন্দির এলাকায় বিক্রি হচ্ছে জনপ্রিয় মৌসুমি ফল কদবেল। রাস্তার পাশে ও মন্দির সংলগ্ন স্থানে বসেছে অস্থায়ী ফলের দোকান। বিক্রেতারা জানাচ্ছেন, বর্তমানে প্রতিটি কদবেল বিক্রি হচ্ছে ১০০ টাকায়।
এলাকায় ঘুরতে আসা সাধারণ মানুষ ও পথচারীদের কাছে কদবেল বেশ জনপ্রিয়। অনেকে শখ করে কিনছেন ঘরে নিয়ে যাওয়ার জন্য। বিক্রেতারা বলছেন, আগের বছরের তুলনায় এ বছর কদবেলের দাম কিছুটা বেড়েছে, তবে বিক্রি ভালোই চলছে।
রমনার ছায়াঘেরা এই এলাকায় কদবেল বিক্রির দৃশ্য এখন যেন এক অন্যরকম পরিবেশ তৈরি করেছে—ফল বিক্রেতাদের ডাক, ক্রেতাদের ভিড় আর মৌসুমি ফলের গন্ধে মুখর পুরো এলাকা।
ছবিটি রমনা কালীমন্দির এলাকা থেকে তোলা।
মন্তব্য করুন