logo
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

জুলাই সনদ সই হবে ১৭ অক্টোবর

অনলাইন ডেস্ক
  ১২ অক্টোবর ২০২৫, ০১:০৫

বাংলাদেশের জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান আগামী ১৫ অক্টোবরের পরিবর্তে ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। জনসাধারণের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিনে এ অনুষ্ঠানটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে, জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানান, সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি ১৭ অক্টোবর, শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

আগে জানানো হয়েছিল, ১৫ অক্টোবর বুধবার বিকেলে সনদটি সই হবে। তবে জনসাধারণের অধিক অংশগ্রহণের সুবিধার্থে নতুন তারিখে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৈঠকে আরও জানানো হয়, অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার
ডব্লিউএফএফ'র সভায় যোগ দিতে রোমের পথে প্রধান উপদেষ্টা
অনেকে বলে তরুণরাই ভবিষ্যৎ, আমি বলি, তরুণরাই বর্তমানঃন প্রধান উপদেষ্টা 
রোববার ইতালি সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
12