দূরত্বে থেকেও ভালোবাসায় বাঁধা নেই—মৌসুমীর জন্মদিনে আবেগঘন বার্তা ওমর সানীর
চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন সবসময়ই অভিনেতা ওমর সানীর কাছে বিশেষ গুরুত্ব বহন করে। তবে গত দুই বছর ধরে দিনটি আর আগের মতো উদ্যাপন করতে পারছেন না তিনি। কারণ, মৌসুমী বর্তমানে যুক্তরাষ্ট্রে, আর ওমর সানী আছেন দেশে। এবারের জন্মদিনেও দূরত্ব রয়ে গেছে তাঁদের মাঝে। তবে ফেসবুকে স্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে ওমর সানী লিখেছেন, “শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। দূরে থেকেও আমরা একে অপরের খুব কাছেই আছি—এটাই বাস্তব।”
২০২৩ সাল থেকে মৌসুমী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। মাঝে দেশে ফেরার পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। ফলে এবারের জন্মদিনও তাঁকে কাটাতে হচ্ছে বিদেশের মাটিতেই। আগের বছরও একই পরিস্থিতি ছিল। সে সময় ওমর সানী ফেসবুকে লিখেছিলেন, “জন্মদিনে মৌসুমীকে পাশে না পেয়ে মন খারাপ। কিন্তু পরিস্থিতি যেমন, তা মেনে নেওয়া ছাড়া উপায় নেই।”
দেশের বাইরে থাকলেও নিজের জন্মদিনে মাতৃভূমির ভালোবাসা ভীষণভাবে অনুভব করেন মৌসুমী। গত বছর তিনি বলেছিলেন, “দেশে থাকলে ভক্তরা শুভেচ্ছা জানাতেন, কাছের মানুষরা কেক ও ফুল নিয়ে বাসায় আসতেন। বিদেশে বসে সেই মুহূর্তগুলো খুব মিস করি।”
সেই সাক্ষাৎকারে আরও বলেন তিনি, “সবাইকে নিয়ে জন্মদিনের আনন্দটা নিজের মতো করে কাটাতে চাই। খুব মিস করব সানী আর ফারদীনকে। ওরা পাশে থাকলে দিনটা আরও অনেক আনন্দময় হয়ে উঠত।”
১৯৭৩ সালের এই দিনে জন্মগ্রহণ করেন জনপ্রিয় এই অভিনেত্রী মৌসুমী। ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে তাঁর অভিষেক ঘটে, যেখানে নায়ক ছিলেন সালমান শাহ। প্রথম সিনেমাতেই ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। এরপর ওমর সানীর সঙ্গে একাধিক ছবিতে জুটি হয়ে দর্শকদের মন জয় করেন। শুটিংয়ের সময় থেকেই শুরু হয় তাঁদের প্রেম, যা পরে গোপনে বিয়েতে রূপ নেয় এবং পরে আনুষ্ঠানিকভাবে উদ্যাপন করা হয়।
মৌসুমী ও ওমর সানী দম্পতির সংসারে দুই সন্তান—ফারদীন ও ফাইজা। দীর্ঘ অভিনয়জীবনে মৌসুমী উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসাসফল চলচ্চিত্র, পাশাপাশি গান গাওয়া, পরিচালনা ও প্রযোজনাতেও নিজের দক্ষতা দেখিয়েছেন। তাঁর অসামান্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর সম্মাননা।
মন্তব্য করুন





