logo
  • শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

শেখ হাসিনার শাসন ছিলো দস্যু পরিবার, বলে মন্তব্য ড. মুহাম্মদ ইউনূসের

অনলাইন ডেস্ক
  ১০ মার্চ ২০২৫, ২২:২২
সংগ্রহীত

শেখ হাসিনার ১৭ বছরের স্বৈরাচারী শাসনের পতন ঘটেছে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে। ৫ আগস্ট পালিয়ে ভারতে আশ্রয় নেন হাসিনা, তবে দেশ ছেড়ে যাওয়ার আগে বাংলাদেশে রেখে গেছেন ধ্বংসস্তুপ। ভারতে বসেও তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছেন, এমনটাই মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "হাসিনার শাসনে কোনো সরকার ছিলো না, এটা ছিলো একটা দস্যু পরিবার। বসের পক্ষ থেকে যেকোনো আদেশ এলেই তা কার্যকর হয়ে যেতো।" তিনি আরও বলেন, "কেউ সমস্যা করলে তাদেরকে গুম করে দেয়া হতো। নির্বাচনের আয়োজন চাইলে, সব আসনে বিজয় নিশ্চিত করা হতো। এবং টাকা চাইলে, ব্যাংক থেকে লাখ লাখ ডলার ঋণ নেয়া হতো, যা শোধ করতে হতো না।"

ড. ইউনূস উল্লেখ করেন, “সরকারের সক্রিয় অংশগ্রহণে ব্যাংকগুলো থেকে জনগণের অর্থ লুট করার জন্য পূর্ণ লাইসেন্স দেয়া হয়েছিলো। কর্মকর্তাদের বন্দুক দিয়ে পাঠিয়ে সবকিছু সই করিয়ে নিতো।” তিনি শাসনামল সম্পর্কে বলেন, "এটি ছিল আরেকটি গাজার মতো, যেখানে শুধু ভবনই নয়, পুরো দেশের প্রতিষ্ঠান, নৈতিকতা, জনগণ ও আন্তর্জাতিক সম্পর্কও ধ্বংস হয়েছে।"

ড. ইউনূস আরও জানান, ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনা বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালিয়ে দেশটিকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। তিনি সতর্ক করেন, "ভারত তাকে আশ্রয় দিচ্ছে, তবে ভারতকে ব্যবহার করে বাংলাদেশকে ধ্বংস করার প্রচারণা চালানো বিপজ্জনক। এটি দেশের অস্থিতিশীলতা সৃষ্টি করবে।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12