logo
  • শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

সৌদি আরবে ওমরাহ ভিসা নীতিতে পরিবর্তন, কমলো মেয়াদ

অনলাইন ডেস্ক
  ৩১ অক্টোবর ২০২৫, ১৫:০০

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ওমরাহ ভিসার নীতিমালা পরিবর্তন করেছে। নতুন নিয়ম অনুযায়ী, ভিসা ইস্যু হওয়ার ৩০ দিনের মধ্যে সৌদি আরবে না গেলে বা যাওয়ার জন্য নিবন্ধন না করলে সেই ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে এ তথ্য জানায়।

তবে নতুন নীতিতে ভিসার মেয়াদে কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই সৌদি আরবে প্রবেশের পর ৯০ দিন পর্যন্ত ওমরাহ ভিসা কার্যকর থাকবে। প্রবেশের দিন থেকেই ৯০ দিনের মেয়াদ গণনা শুরু হবে।
আগের নিয়মে ভিসা পাওয়ার পর এক মাসের মধ্যে সৌদি আরবে প্রবেশের বাধ্যবাধকতা ছিল না। মূল পরিবর্তনটি এখানেই এসেছে।

সৌদি গেজেট জানিয়েছে, ভিসা ইস্যুর ৩০ দিনের মধ্যে যদি কোনো হজযাত্রী সৌদি আরবে প্রবেশের জন্য নাম নিবন্ধন না করেন, তবে তার ওমরাহ ভিসা বাতিল হয়ে যাবে। নতুন নীতি আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে বলে জানা গেছে।

ওমরাহ ও পর্যটনবিষয়ক জাতীয় কমিটির উপদেষ্টা আহমেদ বাজাঈফা জানান, আসন্ন মৌসুমে ওমরাহযাত্রীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে ধারণা করা হচ্ছে। সেই প্রস্তুতির অংশ হিসেবেই এই নীতিমালা সংশোধন করা হয়েছে।

তিনি বলেন, “গ্রীষ্মকাল শেষে মক্কা ও মদিনার তাপমাত্রা কমে আসছে। ফলে আগামী সময়ে ওমরাহ পালনে মানুষের আগ্রহ বাড়বে।”

নতুন ওমরাহ মৌসুম শুরু হওয়ার পর, অর্থাৎ জুন মাসের শুরু থেকে এ পর্যন্ত ৪০ লাখের বেশি বিদেশির জন্য ওমরাহ ভিসা ইস্যু করা হয়েছে।
গত কয়েক বছরের তুলনায় এবার ওমরাহযাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চলতি মৌসুমের মাত্র পাঁচ মাসেই বিদেশি হজযাত্রীর সংখ্যায় নতুন রেকর্ড গড়েছে সৌদি আরব।

সংক্ষেপে, নতুন নীতিমালা অনুযায়ী ওমরাহ ভিসা পাওয়ার পর দ্রুত যাত্রা না করলে ভিসা বাতিল হয়ে যাবে। তবে সৌদি আরবে প্রবেশের পর ৯০ দিনের মেয়াদ অপরিবর্তিত থাকবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12