logo
  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

রামপুরায় ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণালঙ্কার লুণ্ঠন, গ্রেপ্তার ৬ জন

অনলাইন ডেস্ক
  ০৮ মার্চ ২০২৫, ১৩:৫২
ছবি: সংগৃহীত

রাজধানীর রামপুরা বনশ্রী এলাকায় একটি সোনার দোকানের মালিক আনোয়ার হোসেনকে গুলি করে প্রায় ২০০ ভরি স্বর্ণ ও এক লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গোয়েন্দা পুলিশ (ডিবি) ৬ জনকে গ্রেপ্তার করেছে এবং লুণ্ঠিত স্বর্ণালঙ্কার ও অবৈধ অস্ত্র উদ্ধার করেছে।

রোববার রাত সাড়ে ১০টার দিকে রামপুরা ডি ব্লক ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে এই ডাকাতির ঘটনা ঘটে। আনোয়ার হোসেন দোকান থেকে প্রায় ২০০ ভরি স্বর্ণ ও নগদ টাকা নিয়ে বাসায় ফিরছিলেন। তিনি হেঁটে যাওয়ার সময় তিনজন মোটরসাইকেল আরোহী তাকে গুলি করে তার ব্যাগ ছিনিয়ে নেয়। ধস্তাধস্তির পর একজন তাকে গুলি করে এবং তারা পালিয়ে যায়।

এ সময় পাশের ভবনের বাসিন্দারা মোবাইলে ভিডিও ধারণ করে এবং তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। আনোয়ারকে প্রথমে ফরাজী হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে চারটি গুলির ক্ষত এবং ছয়টি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

ডিবি পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণালঙ্কার এবং অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং পুলিশ কর্তৃপক্ষ ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছে।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
বনশ্রীতে কন্টেইনার উল্টে তীব্র যানজট
রামপুরার টিভি সেন্টারের পাশে সিএনজিচালিত অটোরিকশার একটি গ্যারেজে অগ্নিকাণ্ড
সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকিরের ছেলে সাফায়েত বিন জাকির গ্রেফতার
12