জামান টাওয়ারের ছয়তলায় আগুন
অকার্যকর ফায়ার সেফটি, তদন্তের ঘোষণা ফায়ার সার্ভিসের
রাজধানীর নয়াপল্টনের জামান টাওয়ারের ছয়তলায় অবস্থিত "ঢাকা রেস্টুরেন্ট" থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনটিতে ফায়ার সেফটি ব্যবস্থা থাকলেও তা কাজ করেনি, ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ায় আক্রান্ত হয় ভবনের উপরের তলাগুলো।
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন জানিয়েছেন,
ভেল্টিনেশনের (ভেন্টিলেশন) সমস্যার কারণে ৭, ৮, ৯ ও ১০ তলায় আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ে।
বৈদ্যুতিক ডার্ক লাইন ও সিঁড়িতেও ধোঁয়া ছড়িয়ে পড়ে, যা পরিস্থিতি আরও জটিল করে তোলে।
ফায়ার সার্ভিস কর্মীরা বাইরে থেকে টিটিএল (টার্নটেবল ল্যাডার) দিয়ে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, এরপর ভবনের ভেতরে ঢুকে সরাসরি আগুন নেভানোর কাজ চালায়।
এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
১০ তলা থেকে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ফায়ার সেফটি ছিল, কিন্তু কাজ করেনি!
ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনে ফায়ার সেফটি ব্যবস্থা থাকলেও সেগুলো সঠিকভাবে কাজ করেনি, যা আগুন নিয়ন্ত্রণে বড় বাধা হয়ে দাঁড়ায়।
পুনরাবৃত্ত আগুনের ঘটনা ও তদন্তের ঘোষণা:
জামান টাওয়ারে এর আগেও একাধিকবার অগ্নিকাণ্ড ঘটেছে। কেন বারবার একই ভবনে আগুন লাগছে, তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ছিল কি না, ফায়ার সেফটি নিয়ম মেনে চলা হয়েছিল কি না, সে বিষয়েও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দমকল বাহিনী।
জাগতিক /এস আই
মন্তব্য করুন





