logo
  • সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

ঢাবির সার্জেন্ট জহুরুল হক হলে ধূমপান নিষিদ্ধ, গাঁজা সেবনে বহিষ্কার

অনলাইন ডেস্ক
  ২৭ অক্টোবর ২০২৫, ১৮:০৬
ছবি: ইন্টারনেট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ধূমপান ও মাদক সেবন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে হল প্রশাসন। নিয়ম ভাঙলে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে প্রাধ্যক্ষ অফিস থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হল প্রাঙ্গণে প্রকাশ্যে ধূমপান করতে দেখা গেলে সরকার প্রচলিত আইন অনুযায়ী সর্বনিম্ন ৫০ টাকা থেকে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ইয়াবা, গাঁজা, হেরোইন বা অন্য কোনো মাদক সেবন বা সংরক্ষণের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে অভিভাবকের উপস্থিতিতে হল থেকে বহিষ্কার করা হবে।

হল প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে সকল শিক্ষার্থীকে নিয়ম কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ধূমপান ও মাদকবিরোধী এই পদক্ষেপকে অনেকেই প্রশংসা করেছেন। তারা মনে করছেন, এমন উদ্যোগ হলে আবাসিক পরিবেশ আরও শৃঙ্খলাপূর্ণ হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় আরও আটজনকে গ্রেপ্তার
ক্ষোভে ফুঁসছে দেশ, মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়
গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় নেতা অপুর সদস্যপদ স্থগিত
অধ্যাপক সি আর আবরার নতুন উপদেষ্টা পরিষদ সদস্য হিসেবে শপথ নিলেন
12