বাংলাদেশ-পাকিস্তান ঘনিষ্ঠতা আঞ্চলিক হুমকি মনে করছে দিল্লি : গোলাম মাওলা রনি
বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক উন্নয়নকে ভারত আঞ্চলিক হুমকি হিসেবে দেখছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। সোমবার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে তিনি এ মন্তব্য করেন।
গোলাম মাওলা রনি বলেন, “পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান (সিজেসিসি) জেনারেল সাহির শামশাদ মির্জা যখন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন, তখন তার সামরিক লাঠি নিজের পায়ের ওপর রাখা ছিল। এটি বাংলাদেশের জন্য অমর্যাদাকর এবং কোনো প্রটোকলের মধ্যেই পড়ে না।”
তিনি প্রশ্ন তোলেন, “বিশ্বের অন্য কোনো দেশের সামরিক জেনারেল কি কখনো রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানের সঙ্গে এভাবে লাঠি হাতে বৈঠক করেছেন? আমি এমন নজির দেখিনি। তাহলে বাংলাদেশে এমনটি ঘটল কেন?”
গত শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন জেনারেল সাহির শামশাদ মির্জা। বৈঠকে বাংলাদেশ-পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা হয়।
এ বিষয়ে রনি বলেন, “পাকিস্তান বর্তমানে তাদের অর্থনীতি টিকিয়ে রাখতে সামরিক শক্তিকে বাণিজ্যিকভাবে ব্যবহার করতে চাইছে। তাদের কৃষিপণ্য ও শিল্পপণ্যে বৈদেশিক আয় কমে গেছে। তাই তারা সামরিক শক্তিকে অর্থ উপার্জনের হাতিয়ার বানাচ্ছে।”
তিনি আরও বলেন, “পাকিস্তানের জেনারেল লাঠি হাতে বাংলাদেশের মাটিতে আসার পর এবং ড. ইউনূসের সামনে ওভাবে বসার দৃশ্য দেখে দিল্লি উদ্বিগ্ন হয়ে পড়েছে। তারা এখন বাংলাদেশ-পাকিস্তান ঘনিষ্ঠতাকে একটি আঞ্চলিক হুমকি বা ‘থ্রেড’ হিসেবে দেখছে।”
গোলাম মাওলা রনি মনে করেন, এই ঘটনাটি শুধু কূটনৈতিক ইঙ্গিত নয়, বরং দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণেরও ইঙ্গিত বহন করছে।
মন্তব্য করুন

