টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় টস হেরে আগে বোলিংয়ে নেমেছে বাংলাদেশ। সোমবার (২৭ অক্টোবর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।
এই সিরিজের আগে মিরপুরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। এবার টি-টোয়েন্টি সিরিজ জিতে জয়ধারা ধরে রাখতে চায় লিটন দাসের নেতৃত্বাধীন দল।
আগামী বছর ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ এই দুইটি দ্বিপাক্ষিক সিরিজ খেলছে। ওয়েস্ট ইন্ডিজের পর আগামী মাসে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে টাইগাররা।
টি-টোয়েন্টি ফরম্যাটে দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশ। সর্বশেষ চারটি সিরিজে শ্রীলংকা, পাকিস্তান, নেদারল্যান্ডস ও আফগানিস্তানকে পরাজিত করেছে তারা। এবার টানা পঞ্চম সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে টাইগাররা।
বাংলাদেশের একাদশ:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজের একাদশ:
শাই হোপ (অধিনায়ক), আলিক আথানেজ, রোস্টন চেইস, জেসন হোল্ডার, আকিল হোসেন, ব্র্যান্ডন কিং, খ্যারি পিয়ের, রভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস ও রোমারিও শেফার্ড।
টি-টোয়েন্টিতে দারুণ ফর্মে থাকা বাংলাদেশ আজও জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে আশাবাদী।
মন্তব্য করুন





