logo
  • সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

৯৭ দিন পর বাসায় ফিরলো মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী নাভিদ

অনলাইন ডেস্ক
  ২৭ অক্টোবর ২০২৫, ১৮:৪৭

বিমান দুর্ঘটনায় মারাত্মকভাবে দগ্ধ হওয়ার ৯৭ দিন পর অবশেষে বাড়ি ফিরেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী নাভিদ নে’য়াজ। দীর্ঘ চিকিৎসা ও ৩৬টি অস্ত্রোপচারের পর সে এখন অনেকটাই সুস্থ।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন এই তথ্য জানান।

তিনি বলেন, “গত ২১ জুলাই ভয়াবহ দুর্ঘটনায় নাভিদ দগ্ধ হয়। তাকে প্রথমে সিএমএইচে নেওয়া হয়েছিল, পরে পরদিন ৪৫ শতাংশ দগ্ধ দেহ নিয়ে বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। চিকিৎসার সময় সে ২২ দিন আইসিইউতে, ৩৫ দিন এইচডিইউতে এবং ৪০ দিন আইসোলেটেড কেবিনে ছিল।”

ডা. নাসির উদ্দিন জানান, চিকিৎসক ও পরিবারের নিরলস প্রচেষ্টায় নাভিদ এখন অনেকটাই সুস্থ। তবে তার নিয়মিত ফলোআপ চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া চলবে।

উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান উড্ডয়নের কিছুক্ষণ পর যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনের ওপর আছড়ে পড়ে। ওই দুর্ঘটনায় নাভিদসহ কয়েকজন শিক্ষার্থী দগ্ধ হন।

দীর্ঘ ৯৭ দিনের চিকিৎসা শেষে নাভিদের বাড়ি ফেরা তার পরিবার ও চিকিৎসকদের কাছে এক আবেগঘন মুহূর্ত হয়ে উঠেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12