শাপলা প্রতীক না পেলে ইসির বিরুদ্ধে আন্দোলনের হুমকি এনসিপি নেতা সারজিস আলমের
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের কাঙ্ক্ষিত শাপলা প্রতীক না পেলে নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে আন্দোলনে নামবে বলে ঘোষণা দিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
রোববার (২৬ অক্টোবর) কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এনসিপির জেলা-উপজেলা সমন্বয় সভায় যোগ দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, “শাপলা প্রতীকের জন্য যদি এনসিপিকে রাজপথে নামতে হয়, তাহলে আমরা একসঙ্গে এই স্বেচ্ছাচারী নির্বাচন কমিশন পুনর্গঠনের আন্দোলনেও যাব। নির্বাচন নিরপেক্ষ করতে ইসি এখনো নিজের নিরপেক্ষতা ও সক্ষমতার প্রমাণ দিতে পারেনি।”
তিনি আরও বলেন, “জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে কেবল কয়েকটি আসনের জন্য এনসিপি কোনো দলের সঙ্গে জোট করবে না। তবে জনগণের প্রত্যাশার সঙ্গে সঙ্গতি রেখে যদি জোট হয়, এনসিপি তার নিজস্ব নাম ও শাপলা প্রতীকেই নির্বাচনে অংশ নেবে।”
কার সঙ্গে জোট হতে পারে—এমন প্রশ্নে সারজিস আলম বলেন, “যেসব রাজনৈতিক দল জুলাই সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ, বিচার প্রক্রিয়া অব্যাহত রাখতে চায়, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেয়, এবং আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ফ্যাসিস্টদের দোসরদের বিরুদ্ধে লড়াই করে—শুধুমাত্র তাদের সঙ্গেই এনসিপি নির্বাচনি জোট করতে পারে।”
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা এখনো আপসহীন অবস্থানে আছি। অন্য অনেক দল শুধু নির্বাচনের জন্য জুলাই সনদে স্বাক্ষর করেছে, কিন্তু বাস্তবায়নে আন্তরিক নয়। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বাস্তবায়নের নিশ্চয়তা পেলে এনসিপি তাতে স্বাক্ষর করবে।”
সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক আহনাফ সাঈদ খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য দিদার শাহ, উত্তরাঞ্চল সংগঠক খায়রুল কবির, সাঈদ উজ্জ্বল এবং ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার।
মন্তব্য করুন



