টুপি পরা নিয়ে বিরোধ, ঘুমন্ত অবস্থায় মাদ্রাসাছাত্রকে গলাকেটে হত্যা
নোয়াখালীর সোনাইমুড়ীতে টুপি পরা নিয়ে বিরোধের জেরে এক মাদ্রাসাছাত্রকে গলাকেটে হত্যা করা হয়েছে। রোববার গভীর রাতে উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাটরা আল মাদরাসাতুল ইসলামিয়া মাখফুনুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
হত্যার শিকার ছাত্র নাজিম উদ্দিন (১৩) চাষীরহাট ইউনিয়নের জাহানাবাদ গ্রামের ওবায়েদ উল্ল্যার ছেলে। অভিযুক্ত ছাত্র আবু ছায়েদ (১৬) ময়মনসিংহ জেলার টেঙ্গাপাড়া উপজেলার রুস্তম আলীর ছেলে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খোরশেদ আলম সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ছায়েদকে আটক করা হয়েছে এবং হত্যায় ব্যবহৃত ধারালো ছুরিটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় ১০–১৫ দিন আগে দুই ছাত্রের মধ্যে টুপি পরা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। তখন মাদ্রাসার শিক্ষক বিষয়টি মীমাংসা করেন। তবে ক্ষোভ পুষে রাখে ছায়েদ। পরে সে সোনাইমুড়ী বাজার থেকে একটি ছুরি কিনে আনে।
রাত আড়াইটার দিকে নাজিম ঘুমিয়ে থাকার সময় ছায়েদ তাকে গলাকেটে হত্যা করে। নাজিমের চিৎকার শুনে একই কক্ষে থাকা অন্যান্য ছাত্র ও শিক্ষকরা জেগে ওঠেন এবং ভয়াবহ দৃশ্যটি দেখতে পান।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় মাদ্রাসায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ওসি খোরশেদ আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—টুপি পরা নিয়ে পুরোনো বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটে। মামলার প্রস্তুতি চলছে এবং বিস্তারিত তদন্ত চলছে।
মন্তব্য করুন

