ইসরায়েলে কনসার্ট করবে না রেডিওহেড
ইসরায়েলে আর কোনো কনসার্টে অংশ নেবে না যুক্তরাজ্যের জনপ্রিয় ব্যান্ড রেডিওহেড। ব্যান্ডটির ভোকাল ও ফ্রন্টম্যান থম ইয়র্ক জানিয়েছেন, বর্তমান ইসরায়েলি প্রশাসনের নীতির কারণে তারা ওই দেশে যেতে চান না।
বার্তা সংস্থা এএফপি জানায়, থম ইয়র্ক সম্প্রতি এক ব্রিটিশ গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমি নেতানিয়াহুর প্রশাসনের পাঁচ হাজার মাইলের ভেতরেও যেতে চাই না।’
রেডিওহেডের সর্বশেষ অ্যালবাম ‘আ মুন শেইপড পুল’ প্রকাশিত হয় ২০১৬ সালে। ওই সময় তারা বিশ্বজুড়ে ট্যুরে গিয়ে তেল আবিবেও কনসার্ট করেছিল। এ কারণে ইসরায়েল–ফিলিস্তিন ইস্যুতে সমালোচিত হয় ব্যান্ডটি।
থম ইয়র্ক বলেন, “তেল আবিবে পারফরম্যান্সের পর একজন ইসরায়েলি কর্মকর্তা এসে ধন্যবাদ জানান—ঘটনাটি আমাকে হতবাক করেছিল। এরপর থেকেই বিষয়টি নিয়ে অস্বস্তি কাজ করছে।”
তিনি আরও জানান, কেউ তার নীরবতাকে ফিলিস্তিনবিরোধী অবস্থান হিসেবে ব্যাখ্যা করুক, এটা তিনি কখনো চাননি।
সাত বছর পর রেডিওহেড নতুন করে ট্যুরে যাচ্ছে। নভেম্বরে শুরু হওয়া এই ট্যুরে ইউরোপের পাঁচ শহরে ২০টি কনসার্টে অংশ নেবে ব্যান্ডটি, তবে তালিকায় তেল আবিবের নাম নেই।
রেডিওহেড ১৯৮৫ সালে গঠিত হয় এবং ১৯৯৩ সালের প্রথম অ্যালবাম ‘পাবলো হানি’ ও গান ‘ক্রিপ’–এর মাধ্যমে বিশ্বব্যাপী খ্যাতি পায়। অল্টারনেটিভ রক ধারার পথিকৃৎ হিসেবে ব্যান্ডটি এখনো বিশ্বের অন্যতম প্রভাবশালী সংগীতদল হিসেবে বিবেচিত।
মন্তব্য করুন

