logo
  • সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

১৬৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পেল ওয়েস্ট ইন্ডিজ

অনলাইন ডেস্ক
  ২৭ অক্টোবর ২০২৫, ২০:০৬

সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা করেছে ওয়েস্ট ইন্ডিজ। শুরুটা স্থির রাখলেও শেষের দিকে রোভম্যান পাওয়েলের ঝড়ো ব্যাটিং আর অধিনায়ক শাই হোপের দায়িত্বশীল ইনিংসে ৩ উইকেটে ১৬৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে দলটি।

সোমবার (২৭ অক্টোবর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টস হেরে প্রথমে বোলিংয়ে নামে বাংলাদেশ।

ওপেনার ব্র্যান্ডন কিং ও আলিক আথানেজ ৫৯ রানের উদ্বোধনী জুটি গড়ে দেন ক্যারিবীয়দের। রিশাদ হোসেন ভাঙেন সেই জুটি, ফিরিয়ে দেন আথানেজকে (২৭ বলে ৩৪)। এরপর তাসকিন আহমেদ ১৩তম ওভারে টানা দুটি উইকেট নেন—ব্র্যান্ডন কিং (৩৬ বলে ৩৩) ও শেরফান রাদারফোর্ডকে (০)। এরপর আর কোনো উইকেট পড়েনি।

শেষ দিকে ঝড় তোলেন রোভম্যান পাওয়েল। ২৮ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংসে চারটি ছক্কা ও একটি চার মারেন তিনি। তার সঙ্গেই ২৮ বলে অপরাজিত ৪৬ রান করেন অধিনায়ক শাই হোপ, যিনি মারেন চারটি ছক্কা ও একটি চার।

বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার তাসকিন আহমেদ, যিনি ৪ ওভারে ৩৬ রান দিয়ে ২ উইকেট নেন। রিশাদ হোসেন নেন ১ উইকেট, ৪ ওভারে দেন ৪০ রান। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ বল হাতে মিতব্যয়ী বোলিং করেন—৪ ওভারে মাত্র ১৫ রান দেন, যদিও উইকেট পাননি। মুস্তাফিজুর রহমানও ভালো বোলিং করেছেন, তার খরচ হয়েছে ২৪ রান। তানজিম হাসান সাকিব ৪ ওভারে দেন ৪৭ রান।

ইনিংসের প্রথম দিকে বাংলাদেশের স্পিনাররা নিয়ন্ত্রণে রাখলেও শেষের ৫ ওভারে পাওয়েল ও হোপের ব্যাটে আসে ৬০ রান। তাদের দাপুটে ব্যাটিংয়ে ১৬৫ রানে ইনিংস শেষ করে ওয়েস্ট ইন্ডিজ।

টি-টোয়েন্টি ফরম্যাটে দারুণ ফর্মে থাকা বাংলাদেশ এখন ব্যাট হাতে নেমে টানা পঞ্চম সিরিজ জয়ের পথে ১৬৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12