পুনরুৎপাদনে যাচ্ছে হবিগঞ্জ গ্যাস কূপ, জাতীয় গ্রিডে বাড়বে ১৫ মিলিয়ন ঘনফুট
হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ৫ নম্বর কূপে পুনরুৎপাদন বা ওয়ার্কওভার কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে জাতীয় গ্রিডে প্রতিদিন অতিরিক্ত ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যোগ হবে বলে আশা করা হচ্ছে।
বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফারুক হোসেন সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা ফিল্ডে সাতটি কূপ ওয়ার্কওভার’ প্রকল্পের আওতায় হবিগঞ্জ–৫ কূপের কাজ শুরু হয়েছে গত ২৪ অক্টোবর।
ওয়ার্কওভার কার্যক্রম উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) এস এম মাহবুব আলম। এ সময় পেট্রোবাংলা ও বাপেক্সের কর্মকর্তারা, প্রকল্প পরিচালক এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজিএফসিএলের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিসেম্বরের মধ্যে ওয়ার্কওভার কার্যক্রম শেষ হবে বলে আশা করা যাচ্ছে। কাজ সম্পন্ন হলে প্রতিদিন ১০ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ করা সম্ভব হবে।
উল্লেখ্য, হবিগঞ্জ ৫ নম্বর কূপটি ১৯৮৮ সালে ৩ হাজার ৫২১ মিটার গভীরতায় খনন করা হয় এবং ১৯৯২ সালের ফেব্রুয়ারিতে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু করে। এই কূপের পুনরুৎপাদনের মাধ্যমে দেশের বিদ্যুৎ ও শিল্প খাতে গ্যাস সরবরাহ আরও জোরদার হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মন্তব্য করুন





