logo
  • সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমানোর ঘোষণা জামায়াত আমিরের

অনলাইন ডেস্ক
  ২৭ অক্টোবর ২০২৫, ১৮:১৯

বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কর্মরত মায়েদের কর্মঘণ্টা ৮ ঘণ্টা থেকে কমিয়ে ৫ ঘণ্টা করার ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি মানবতাবিরোধী অপরাধের বিচার অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন।

রোববার (স্থানীয় সময়) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন’-এর আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “একজন মা সন্তান জন্ম দিচ্ছেন, লালন-পালন করছেন, আবার অনেক সময় কর্মক্ষেত্রেও দায়িত্ব পালন করছেন। পুরুষ ৮ ঘণ্টা কাজ করলে নারীরও ৮ ঘণ্টা কাজ করা কি ন্যায্য? আমরা ক্ষমতায় গেলে মায়েদের কর্মঘণ্টা ৫ ঘণ্টা করে দেব, যাতে তারা সন্তানের প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে পারেন।”

তিনি আরও বলেন, “আমরা যদি মায়েদের একটু বাড়তি সম্মান দিই, সেটি হবে ইনসাফ। তারা এতটাই কমিটেড যে ৮ ঘণ্টার কাজ ৫ ঘণ্টায় শেষ করতেও সক্ষম হবেন।”

নারীদের নিয়ে জামায়াতের বিরুদ্ধে প্রচলিত সমালোচনার জবাবে জামায়াত আমির বলেন, “অনেকে বলে, আমরা ক্ষমতায় গেলে নারীদের ঘরে তালা দিয়ে রাখব। কিন্তু এত তালা কেনার টাকা কোথায় পাব?”

মানবতাবিরোধী অপরাধের বিচারের বিষয়ে তিনি বলেন, “যারা মানুষ হত্যা করেছে, তাদের অবশ্যই বিচার হবে। আমরা চাই ন্যায়বিচার নিশ্চিত হোক, কোনো নিরপরাধ যেন শাস্তি না পায়।”

এ সময় প্রবাসী বাংলাদেশিদের দেশের উন্নয়নে আরও ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। বলেন, “প্রবাসীরা শুধু রেমিট্যান্সই পাঠাচ্ছেন না, তারা দেশের গর্বও বাড়াচ্ছেন। আমরা চাই, মেধাবী তরুণদের অন্তত একটি অংশ দেশে ফিরে আসুক, দেশের অগ্রযাত্রায় অবদান রাখুক।”

প্রবাসীদের ভোটাধিকারের প্রসঙ্গেও জামায়াত আমির বলেন, “যারা দেশে যেতে পারবেন না, তারাও যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। প্রবাসীদের ভোট দেশের উন্নয়নে শক্তি হিসেবে কাজ করবে।”

সভায় তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই জুলাই হত্যাকাণ্ডের ন্যায়ভিত্তিক রায় দেখতে চায় দেশের মানুষ। ক্ষমতায় গেলে জামায়াত বিনিয়োগের সুযোগ বাড়ানোরও প্রতিশ্রুতি দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
ইসলামী ব্যাংকসহ কিছু প্রতিষ্ঠানের কর্মীদের নির্বাচন দায়িত্বে না রাখার আহ্বান নিয়ে জামায়াতের উদ্বেগ
শনিবার ঢাকাসহ বিভাগীয় শহরে বিক্ষোভ করবে জামায়াত
গোলাম আযম, নিজামী এবং আমিও ক্ষমা চেয়েছি : শফিকুর রহমান
জাতি নাহিদের কাছ থেকে এমন বালখিল্য বক্তব্য আশা করে না:  জামায়াতে ইসলামী
12