রাজধানীর বিভিন্ন স্থানে গ্যাসের গন্ধ, যা বলছে তিতাস
রাজধানীর বিভিন্ন এলাকায় বাতাসে গ্যাসের তীব্র গন্ধ ছড়িয়ে পড়েছে। এতে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, এটি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।
শনিবার (২৫ অক্টোবর) রাত থেকে ঢাকার কুড়িল, বসুন্ধরা, মাটিকাটা গেট, উত্তরা, আশকোনা, ভাষানটেক ও দক্ষিণখানসহ বিভিন্ন এলাকায় বাতাসে গ্যাসের গন্ধ পাওয়া যায়। অনেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন।
তিতাস গ্যাসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ এইচ এম মাছউদুর রহমান জানান, ঢাকার বিভিন্ন স্থানে পাইপলাইন সংস্কারের কাজ চলছে। সংস্কারের সময় পাইপলাইনে ব্যবহৃত রাসায়নিক পদার্থ থেকেই এ ধরনের গন্ধ ছড়াতে পারে। আবার কোথাও লিকেজ থাকলেও এমনটা হতে পারে।
তিনি বলেন, ‘এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কোন এলাকায় এমন গন্ধ পাওয়া যাচ্ছে তা জানিয়ে তিতাসের হেল্পলাইনে ফোন দিলে আমাদের ইমার্জেন্সি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেবে।’
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জনসাধারণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং প্রয়োজন হলে হেল্পলাইনের মাধ্যমে তাৎক্ষণিকভাবে যোগাযোগের অনুরোধ করেছে।
মন্তব্য করুন

