কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো নিজেকে প্রকাশ্যে ‘ইহুদিবাদী’ ঘোষণা করলেন

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সম্প্রতি নিজেকে প্রকাশ্যে ‘ইহুদিবাদী’ বা ‘জায়োনিস্ট’ হিসেবে ঘোষণা করেছেন। বৃহস্পতিবার (৬ মার্চ) স্থানীয় সময়, তিনি কানাডায় জাতীয় ইহুদি-বিদ্বেষীতা মোকাবিলা ফোরামের এক বক্তৃতায় এ দাবি করেন।
ট্রুডো বলেন, "‘ইহুদিবাদী’ শব্দটি আসলে ‘ইহুদি জনগণের অধিকারে বিশ্বাসী’ বোঝায় এবং এটি কখনও নিন্দনীয় হওয়া উচিত নয়।" তিনি আরও উল্লেখ করেন, ক্রমবর্ধমান ইহুদি-বিদ্বেষ এবং তা মোকাবিলায় সাধারণ উদাসীনতা বা যুক্তিসঙ্গতীকরণ মেনে নেওয়া উচিত নয়।
কানাডার প্রধানমন্ত্রী বলেন, "‘জায়োনিস্ট’ শব্দটি এখন অনেকের কাছে একটি নেতিবাচক ধারণা হিসেবে দেখা হচ্ছে। তবে এটি আসলে এমন একটি মতবাদ যা ইহুদি জনগণের, সকল মানুষের মতো, তাদের নিজস্ব ভবিষ্যৎ নির্ধারণের অধিকারকে সমর্থন করে।" এরপর ট্রুডো নিজেকে ‘জায়োনিস্ট’ হিসেবে পরিচয় দেন এবং বলেন, "কানাডার কারোরই নিজেকে ‘জায়োনিস্ট’ বা ‘ইহুদিবাদী’ বলতে ভয় পাওয়া উচিত নয়।"
এটি কানাডার প্রধানমন্ত্রীর ইহুদি সম্প্রদায়ের প্রতি দৃঢ় সমর্থনের একটি নতুন দৃষ্টিভঙ্গি এবং তাঁর সরকারের অবস্থানকে পরিষ্কারভাবে প্রকাশ করেছে।
জাগতিক /এস আই
মন্তব্য করুন