logo
  • সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

৪২ হাজার ৭৬১ ভোটকেন্দ্রে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

নিজস্ব প্রতিবেদক

  ২৭ অক্টোবর ২০২৫, ১৫:২৬
ছবি : জাগতিক

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ৩০০টি সংসদীয় আসনে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সোমবার (আজ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, জাতীয় নির্বাচন আয়োজনে প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবার মোট ভোটকেন্দ্রের সংখ্যা আগের নির্বাচনের তুলনায় ৬১১টি বেড়েছে। তবে ভোটকক্ষের সংখ্যা প্রায় ১৬ হাজার কমেছে। এবার পুরুষদের জন্য ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং নারীদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি কক্ষ রাখা হয়েছে—মোট ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি কক্ষ।

তিনি আরও জানান, অস্থায়ীভাবে ১৪টি ভোটকেন্দ্র স্থাপন করা হবে, যেখানে প্রায় ১২ হাজার কক্ষ থাকবে। ২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ছিল ৪২ হাজার ১৫০টি এবং ভোটকক্ষ ছিল ২ লাখ ৬০ হাজার ৮৫৮টি।

আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা রয়েছে অন্তর্বর্তী সরকারের। তবে ইসির প্রণীত কর্মপরিকল্পনা বাস্তবায়নে কিছুটা বিলম্ব হয়েছে।

এ প্রসঙ্গে ইসি সচিব বলেন, ‘রাজনৈতিক দল ও পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন প্রক্রিয়ায় আমরা কিছুটা পিছিয়ে আছি, তবে চলতি সপ্তাহের মধ্যেই তা সম্পন্ন হবে। উদ্বেগের কিছু নেই—সময়ের মধ্যেই সব প্রস্তুতি শেষ করা সম্ভব হবে।’

তিনি আরও জানান, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন কাজও দ্রুত এগোচ্ছে।

বিএনপির অভিযোগ—জোটভুক্ত একদলের প্রতীক অন্য দলের ব্যবহারের সুযোগ বন্ধ করা নিয়ে প্রশ্নে আখতার আহমেদ বলেন, ‘বিষয়টি বর্তমানে আইন মন্ত্রণালয়ে রয়েছে। কমিশন এ বিষয়ে সবার জন্য গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
শাপলা প্রতীক না দেয়ায় নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলল এনসিপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন দলগুলোকে নিবন্ধন আবেদন আহ্বান করেছে ইসি
এনআইডি নির্বাচন কমিশনের অধীনে রাখার সিদ্ধান্ত
বিসিসির সঙ্গে নির্বাচন কমিশনের চুক্তি বাতিল
12