যে কারণে ভারতীয় সিরিয়ালে দেখা গেল বিল গেটসকে
জনপ্রিয় ভারতীয় ধারাবাহিক ‘কিউ কি সাস ভি কাভি বহু থি’–এর নতুন পর্বে উপস্থিত হয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ও বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। অভিনেত্রী ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির সঙ্গে তিনি মাতৃ ও শিশু স্বাস্থ্যের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। বৃহস্পতিবার রাতে প্রচারিত পর্বে এই দৃশ্য সম্প্রচারিত হয়।
বিল গেটসের উপস্থিতিকে অনেকেই “এক অপ্রত্যাশিত সাক্ষাৎ” হিসেবে দেখছেন। গেটস ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে ভারতের উত্তর প্রদেশ ও বিহারে মাতৃ ও শিশু মৃত্যুহার কমাতে কাজ করছে। বিশাল জনসংখ্যা থাকা সত্ত্বেও এই দুটি রাজ্য ভারতের সুবিধাবঞ্চিত অঞ্চলের মধ্যে অন্যতম।

ধারাবাহিকের দৃশ্যে দেখা যায়, তুলসি (স্মৃতি ইরানি) একটি বেবি শাওয়ার অনুষ্ঠানে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যপরামর্শ দিচ্ছেন। ভিডিওটি ভাইরাল হলে তুলসির ছেলে সেটি বিল গেটসকে ট্যাগ করে, এবং গেটস ভিডিও কলে তাকে শুভেচ্ছা জানান। পর্দায় গেটস হিন্দি উচ্চারণে বলেন, “নমস্তে তুলসি-জি,” উত্তরে তুলসি হাসি দিয়ে বলেন, “হ্যাঁ, একদম সঠিক।”
এরপর তারা আলোচনা করেন মাতৃস্বাস্থ্যের গুরুত্ব নিয়ে। তুলসি বলেন, “আমরা গর্ভবতী মায়েদের পুষ্টি, স্বাস্থ্য ও নিয়মিত চিকিৎসার গুরুত্ব বোঝাই।” গেটস যোগ করেন, “মাতারা সুস্থ থাকলে সন্তানরা ভালো থাকে, সমাজ এগিয়ে যায়।”
ধারাবাহিকটির নির্মাতা জিওস্টার এন্টারটেইনমেন্ট জানায়, গল্পের মাধ্যমে সামাজিক সচেতনতা ছড়ানোই তাদের লক্ষ্য। প্রতিষ্ঠানটির প্রতিনিধি সুমন্ত বোস বলেন, “গল্প কেবল বিনোদন নয়, এটি শিক্ষিত ও প্রেরণাদায়ী হতে পারে। মাতৃ ও শিশু স্বাস্থ্য নিয়ে আমরা এমন বার্তা দিতে চাই, যা বাস্তব জীবনে প্রভাব ফেলবে।”
জিওস্টারের বিজ্ঞপ্তি অনুযায়ী, বিল গেটস ধারাবাহিকটির তিনটি পর্বে উপস্থিত থাকবেন।
২০০০ সালে প্রথম প্রচারিত ‘কিউ কি সাস ভি কাভি বহু থি’ আট বছর ছয় মাস ধরে চলেছিল এবং কয়েক হাজার পর্বে দর্শকপ্রিয়তা পেয়েছিল। ২৫ বছর পর আবারও ফিরে আসা এই ধারাবাহিকের সঙ্গে বিল গেটসের সম্পৃক্ততা সামাজিক বার্তা প্রচারে এক নতুন মাত্রা যোগ করেছে।
মন্তব্য করুন



