logo
  • শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

পরিচালক কে হবেন?

‘পাঠান ২’-এর চিত্রনাট্য চূড়ান্ত, খুশি শাহরুখ!

অনলাইন ডেস্ক
  ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৬
ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার শাহরুখ খানকে হারানো জনপ্রিয়তা ফিরিয়ে দিয়েছিল ব্লকবাস্টার হিট ‘পাঠান’। এরপর থেকেই দর্শকদের প্রশ্ন – ‘পাঠান ২’ কবে আসছে? এবার সেই প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। ভারতীয় গণমাধ্যমের খবর, ‘পাঠান ২’-এর চিত্রনাট্যের কাজ শেষ করেছেন আদিত্য চোপড়া। শাহরুখ নাকি চিত্রনাট্য দেখে দারুণ উচ্ছ্বসিত!

২০২৩ সালের মাঝামাঝি সময় থেকেই ‘পাঠান ২’-এর চিত্রনাট্য নিয়ে কাজ করছিলেন আদিত্য চোপড়া। দেড় বছরেরও বেশি সময় ধরে গল্পের নানা দিক খতিয়ে দেখে তৈরি করেছেন এমন একটি স্ক্রিপ্ট, যা প্রথম সিনেমাকেও ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

চিত্রনাট্য লেখার সময় থেকেই আদিত্য চোপড়া নিয়মিত যোগাযোগ রেখেছেন শাহরুখের সঙ্গে। ফলে গল্পের প্রতিটি ধাপে কিং খানের মতামতও গুরুত্ব পেয়েছে। চূড়ান্ত চিত্রনাট্য শাহরুখের মনে ধরেছে এবং তিনি এখন বেশ উচ্ছ্বসিত ছবিটি নিয়ে।

যদিও চিত্রনাট্যের কাজ শেষ, তবে ছবির পরিচালক এখনো ঠিক হয়নি। প্রথম ‘পাঠান’ পরিচালনা করেছিলেন সিদ্ধার্থ আনন্দ। কিন্তু বর্তমানে তিনি ব্যস্ত ‘কিং’ সিনেমা নিয়ে, যার শুটিং শুরু হবে এপ্রিল মাসে। ফলে ‘পাঠান ২’-এর পরিচালনার দায়িত্ব কে নেবেন, তা এখনো অনিশ্চিত।

পরিচালক চূড়ান্ত না হওয়ায় শুটিং শুরুর নির্দিষ্ট তারিখ এখনো ঠিক হয়নি। তবে ধারণা করা হচ্ছে, ২০২৫ সালের মধ্যেই শুটিং শুরু হতে পারে।

পাঠান’ ছিল বলিউডের সবচেয়ে বড় হিটগুলোর একটি। তাই সিকুয়েলের জন্য দর্শকদের উত্তেজনা তুঙ্গে। এবার শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা, কবে শুরু হবে শাহরুখের অ্যাকশন-প্যাকড ‘পাঠান ২’!

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করতে সেনা পাঠানোর কথা প্রথমবারের মত স্বীকার করেছে উত্তর কোরিয়া
উর্বশী নিজেকে শাহরুখ খানের সাথে তুলনা করে
মান্নাত ছেড়ে সপরিবারে ভাড়া বাসায় উঠলেন শাহরুখ
সাবেক প্রেসিডেন্ট দুতার্তেকে আইসিসিতে পাঠানো হলো
12