logo
  • শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

সাকিবের সিনেমা মুখ খুললেন অভিনেত্রী মেঘলা

অনলাইন ডেস্ক
  ২৪ অক্টোবর ২০২৫, ১৬:০১

বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসানকে ঘিরে ফের আলোচনায় এসেছে একটি পুরোনো সিনেমা—‘সবকিছু পেছনে ফেলে’। প্রায় ১২ বছর আগে কক্সবাজারে এ সিনেমার শুটিং হয়েছিল। সিনেমাটিতে অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন সাকিব আল হাসান।

পরিচালক রাজিবুল হোসেন জানান, সাকিবের সঙ্গে টানা ১০ দিন শুটিং করার পরিকল্পনা ছিল। কিন্তু মাঝপথে তিনি কাজ ছেড়ে দেন। এরপর তাকে রাজি করানো সম্ভব হয়নি, ফলে সিনেমার কাজও বন্ধ হয়ে যায়।

ঘটনাটি আবার সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা। কেউ বলছেন, এটি আসলে বিজ্ঞাপনের কাজ ছিল, আবার কেউ বলছেন এটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিং।

এ বিষয়ে সিনেমার অভিনেত্রী মেঘলা মুক্তা বলেন, “আমি বুঝতে পারছি না, এতদিন পর হঠাৎ এই প্রসঙ্গ কেন উঠছে। তখন তো কোনো আলোচনা হয়নি। সাকিব আল হাসানের সঙ্গে পরিচালকের বিজ্ঞাপন নাকি সিনেমার চুক্তি হয়েছিল, আমি জানি না। তবে সাকিব আমাদের সঙ্গে শুটিং করেছিলেন।”

তিনি আরও জানান, “আমরা সবাই চলচ্চিত্রের কাজ হিসেবেই অংশ নিয়েছিলাম। কক্সবাজারে একটি গানের শুটিংও করেছি। পরে কী কারণে ছবির কাজ বন্ধ হয়ে গেল, তা জানি না।”

পরিচালক রাজিবুল হোসেন বলেন, “অনেক স্বপ্ন নিয়ে সিনেমার কাজ শুরু করেছিলাম। সাকিব ক্যামেরার সামনে অভিনয় করেছেন, দৃশ্যগুলো প্রফেশনালভাবে ধারণও করা হয়। কিন্তু পরে তিনি সিনেমায় অভিনয় করেছেন—এটি অস্বীকার করেন। এতে পুরো প্রজেক্ট অনিশ্চিত হয়ে পড়ে।”

এক যুগ আগে শুরু হওয়া সেই সিনেমার কাজ আর শেষ হয়নি। তবে ১২ বছর পর আবারও সেটিকে ঘিরে বিতর্কের ঝড় উঠেছে বিনোদন অঙ্গনে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
শেষ ইচ্ছা জানালেন সাকিব আল হাসান
পিএসএলে যোগ দিলেন সাকিব
সাকিব আল হাসানের দুর্নীতি অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন
সাকিব আল হাসানের সম্পদ জব্দের নির্দেশ
12