logo
  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

দীর্ঘ চার বছর পর আবারও নিবন্ধন ফিরে পেল জাগপা

নিজস্ব প্রতিবেদক

  ০২ নভেম্বর ২০২৫, ১৮:০২

দীর্ঘ চার বছর পর আবারও রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। রবিবার (২ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জাগপা প্রথম নিবন্ধন পায় ২০০৮ সালের ২০ নভেম্বর। তবে ২০২১ সালের ২৮ জানুয়ারি দলটির নিবন্ধন বাতিল করে ইসি। এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের করে দলটি। আদালত ২০২৫ সালের ১৯ মার্চ রায় দিয়ে জাগপার নিবন্ধন বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে।

সেই রায়ের আলোকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে দলটির নিবন্ধন পুনর্বহাল করা হয়। এতে বলা হয়, জাগপা আগের প্রতীক ‘নলকূপ’ এবং নিবন্ধন নম্বর ০০৬–সহ পুনরায় বৈধ রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পেল।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০১৫ সালের ১৮ জানুয়ারি জাগপা (তৎকালীন নাম ‘জাতীয় গণতান্ত্রিক পার্টি–জাঙ্গাল’)–এর নিবন্ধন বাতিল করা হয়েছিল। পরে ২০২৪ সালের ২৯ মার্চ হাইকোর্ট রায়ে সেটিকে বাতিল করে দেয়, ফলে কমিশন নতুন করে দলটির নিবন্ধন পুনর্বহাল করে।

দলটির সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান এক বিবৃতিতে বলেন, “জাগপার নিবন্ধন বাতিলের পেছনে ছিল আমাদের ভারতীয় আধিপত্যবিরোধী অবস্থান। দেশি-বিদেশি সব ষড়যন্ত্রের অবসান ঘটেছে, আলহামদুলিল্লাহ।”

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ইসির আদেশক্রমে নিবন্ধন পুনর্বহালের বিষয়টি সরকারি গেজেটে প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে এবং বাংলাদেশ সরকারি মুদ্রণালয়কে ২০ কপি প্রকাশিত গেজেট পাঠাতে বলা হয়েছে।

এর ফলে জাগপা এখন আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12