logo
  • শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

রাকসু নির্বাচনে ভিপি পদে শিবির সমর্থিত জাহিদের জয়, জিএস আম্মার

অনলাইন ডেস্ক
  ১৭ অক্টোবর ২০২৫, ১০:০০
সমকাল

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের অনানুষ্ঠানিক ফল ঘোষণা শেষ হয়েছে। এতে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।

ভিপি পদে জাহিদ পেয়েছেন ১২ হাজার ৬৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ নূর উদ্দিন আবীর পেয়েছেন ৩ হাজার ৩৯৭ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ৯ হাজার ২৮৭।

জিএস পদে জয় পেয়েছেন আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের প্রার্থী ও সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। তিনি পেয়েছেন ১১ হাজার ১১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৭২৭ ভোট।

এজিএস পদে কড়া প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। ছাত্রশিবির সমর্থিত এস এম সালমান সাব্বির পেয়েছেন ৬ হাজার ৯৭১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৫ হাজার ৯৫১ ভোট। ব্যবধান মাত্র ১ হাজার ২০ ভোট।

বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে রাত ৮টা থেকে গণনা শুরু হয়ে শেষ হয় শুক্রবার সকাল ৮টায়। কেন্দ্রভিত্তিক ফল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান।

এবারের নির্বাচনে হল সংসদেও বড় জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। ঘোষিত ফলাফলে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের সব হলেই ভিপি, জিএস ও এজিএস—তিনটি শীর্ষ পদেই জয় পেয়েছে এই প্যানেলের প্রার্থীরা।

পুরুষদের হলগুলোর মধ্যে মাদার বখশ, শেরে বাংলা ফজলুল হক, শাহ মখদুম, নবাব আব্দুল লতিফ, সৈয়দ আমির আলি, শহীদ শামসুজ্জোহা, হবিবুর রহমান, মতিহার, সোহরাওয়ার্দী ও বিজয়-২৪ হলে সবকটি পদেই জয় এসেছে শিবিরপন্থীদের দখলে।

নারী শিক্ষার্থীদের হলগুলোতেও একই চিত্র। বেগম খালেদা জিয়া, জুলাই-৩৬, রহমতুন্নেসা, মন্নুজান, রোকেয়া ও তাপসি রাবেয়া হলে সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থীরাই জয়ী হয়েছেন।

রাকসুর এই নির্বাচনে দীর্ঘদিন পর অনুষ্ঠিত ভোটে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীদের এই জয়কে বিশ্ববিদ্যালয় রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
৭২ বছরে রাকসুর ১৭তম নির্বাচন আজ, তিন দশক পর ভোটের উচ্ছ্বাসে মুখরিত ক্যাম্পাস
৪৪ বছর পর চাকসুতে শিবিরের প্রত্যাবর্তন, ভিপি-জিএসসহ ২৪ পদে জয়
দুটি চোরাই মোটরসাইকেলসহ কলেজ ছাত্রদলের সভাপতি গ্রেফতার
পরীক্ষায় নকল সরবরাহ করতে যান ছাত্রদল নেতা, অতঃপর
12