logo
  • শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

বাংলাদেশকে ১০ উইকেটে উড়িয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক
  ১৬ অক্টোবর ২০২৫, ২১:৩৯
ছবি: ইন্টারনেট

চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ১৯৮ রান তুড়ি-মেরে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে পৌঁছালো অস্ট্রেলিয়া, হিলির সেঞ্চুরি-মুনির ৯৬ রানের অপরাজিত জুটিতে ছেলে খেলা খেলে ১৯৮ রানের লক্ষ্য মাত্রায় পৌঁছে যায় তারা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভারতের বিশাখাপত্তনমে অনুষ্ঠিত আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপে আজ একপেশে এক জয় নিশ্চিত করল অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে ১০ উইকেটের বিশাল জয় তুলে নিয়ে টুর্নামেন্টে নিজেদের শক্তি জানান দিল তারা।

বাংলাদেশ দল টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৯৮ রান। মিডল অর্ডারের ব্যাটার সোবহানা মোস্তারি দলের পক্ষে লড়াইয়ের মুখ দেখান এবং অপরাজিত থাকেন ৬৬ রানে। তবে নিয়মিত বিরতিতে উইকেট পড়ায় দল বড় স্কোর গড়তে ব্যর্থ হয়।

অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণে অ্যাশলে গার্ডনার, আলানা কিং, অ্যানাবেল সাদারল্যান্ড ও জর্জিয়া ওয়ারহাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে কখনোই স্বস্তিতে খেলতে দেননি।

বাংলাদেশের ১৯৮ রানের জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া দলের উদ্বোধনী জুটি অ্যালিসা হিলি (অপরাজিত ১০১) ও বেথ মুনির (অপরাজিত ৯৬) মাঠে বাংলাদেশের বোলারদের উপর একপেশে আধিপত্য প্রতিষ্ঠা করেন। মাত্র ২৪.৫ ওভারেই কোন উইকেট না হারিয়েই লক্ষ্যে পৌঁছে যান তারা।

ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি বলেন, "আজ আমরা সম্পূর্ণ দল হিসেবে পারফর্ম করেছি। ব্যাটিং ও বোলিং উভয় ক্ষেত্রেই আমাদের পরিকল্পনা সফল হয়েছে।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে হতাশ বাংলাদেশ নারী ক্রিকেট দল
ক্যারিবীয়দের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ
টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে হার
প্রথম ম্যাচে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ নারী দল
12