দুটি চোরাই মোটরসাইকেলসহ কলেজ ছাত্রদলের সভাপতি গ্রেফতার

জরাজশাহীতে দুইটি মোটরসাইকেল চুরির ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় পদ্মা নদীর টি-বাঁধ এলাকা থেকে এক মোটরসাইকেলসহ রোহান নামের এক চোরকে আটক করা হয়।
পুলিশ জানায়, শাকিল হোসেনের আর-ওয়ান ফাইভ মোটরসাইকেল চুরি হওয়ার পর তার বাবা মোস্তাক সরকার বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়েও মোটরসাইকেলটি না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে গোয়েন্দা পুলিশের তৎপরতায় রোহানকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে রোহান আরও একটি মোটরসাইকেল চুরির কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যে চারঘাট উপজেলার বাবুপাড়া এলাকা থেকে সোহাগ আলী নামের আরেকজনকে গ্রেফতার করা হয় এবং চুরি হওয়া আরেকটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
জানা গেছে, ১৯ সেপ্টেম্বর চারঘাটের বাবুপাড়া এলাকা থেকে সোহেল রানার মোটরসাইকেলটি চুরি হয়েছিল।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম. আছাদুজ্জামান বলেন, “উদ্ধার হওয়া দুটি মোটরসাইকেল মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হবে। রোহান ও সোহাগকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
মন্তব্য করুন