সংসদ নির্বাচনে দায়িত্বপালনে ইউএনওদের প্রশিক্ষণ শুরু ২০ অক্টোবর থেকে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপালনের জন্য উপজেলা নির্বাহী অফিসারদেরকে (ইউএনও) নিয়ে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করতে যাচ্ছে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই)।
যা আগামী ২০ অক্টোবর (সোমবার) থেকে শুরু হবে বলে বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব নুসরাত আজমেরী হক স্বাক্ষরিত নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের কাছে পাঠানো এ সংক্রান্ত একটি চিঠিতে জানানো হয়।
এখানে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) জন্য নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আগামী ২০ অক্টোবর থেকে ১১ নভেম্বর (সম্ভাব্য) সময়কালে প্রতিক্ষেত্রে দুটি করে ব্যাচে ২৫ জন তথা মোট ৫০ জনের দুই দিনব্যাপী (১২টি সেশনে) প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
এ প্রশিক্ষণে সংযুক্ত তালিকা অনুযায়ী নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকায় নির্ধারিত তারিখ ও সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা ব্যাচভিত্তিক প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য নির্দেশক্রমে অনুমতি দেওয়া হলো।
আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে সকল প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন
মন্তব্য করুন