logo
  • শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

“এই সরকার নিজেরাই ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। তাদের একটাই উদ্দেশ্য—নির্বাচন যেন না হয়”: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
  ১৬ অক্টোবর ২০২৫, ১৬:৩৯
সমকাল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ নির্বাচন চায়, ভোট দিতে চায় এবং নিজেদের প্রতিনিধি নিজেরাই নির্বাচন করতে চায়। তিনি বলেন, “জনগণ নির্বাচনের বিষয়ে কোনো আপস করবে না। আসুন, পিআর বাদ দিয়ে সবাই একত্রিত হয়ে নির্বাচনে অংশ নিই। যে জয়ী হবে, সে সরকার গঠন করবে, বাকিরা সহযোগিতা করবে।”

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার দানারহাটে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “এ দেশের মালিক জনগণ। পিআর হবে কি না, সেই সিদ্ধান্তও জনগণই নেবে।” তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে দলের ঘোষিত ৩১ দফা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে। পাশাপাশি দেশের পুরো শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করবে বিএনপি।

বর্তমান সরকারকে দুর্বল আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব বলেন, “প্রতিদিন আন্দোলন চলছে, তাতে কোনো লাভ নেই। এই সরকার নিজেরাই ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। তাদের একটাই উদ্দেশ্য—নির্বাচন যেন না হয়।”

সভায় সভাপতিত্ব করেন বেগুনবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাশেম আজাদ। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাবেক সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলের অন্যান্য নেতারা।

তথ্যসূত্র- সমকাল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আমন্ত্রণপত্র দিতে হাসপাতালে ঐকমত্য কমিশন
নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীদের সতর্ক করে দিলেন জয়নুল আবদিন ফারুক
যারা আজ বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন তারা সবাই এই কলেজের ছাত্র
অন্তর্বর্তী সরকারের ১৩ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৬০ জন, আহত ৮ হাজারের বেশি
12