logo
  • শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে সই করবে না এনসিপি

অনলাইন ডেস্ক
  ১৬ অক্টোবর ২০২৫, ১৬:১৪
জাগতিক

আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে সই করবে না বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, “আইনি ভিত্তি ছাড়া কোনো নাটকীয়তায় অংশ নেবে না এনসিপি।” নাহিদ ইসলাম আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ক্ষমতা পরিবর্তনের জন্য নয়, বরং ফ্যাসিবাদী কাঠামো সংস্কারের জন্য হয়েছিল। সেই ধারাবাহিকতায় আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি।”

এনসিপি আহ্বায়ক জানান, জুলাই সনদ স্বাক্ষরের আগে বাস্তবায়নের আদেশ প্রকাশ করতে হবে। “জনগণের সার্বভৌম অভিপ্রায়কে প্রাধান্য দিয়ে এ আদেশ প্রধান উপদেষ্টা জারি করবেন,” বলেন তিনি।

তিনি আরও বলেন, “সনদ বাস্তবায়ন আদেশের খসড়া আগে দেখতে চাই। প্রধান উপদেষ্টা যেহেতু জুলাই গণঅভ্যুত্থানের শক্তিতে সরকার গঠন করেছেন, তাই প্রেসিডেন্ট নয়, সরকার প্রধান হিসেবেই তিনি আদেশ জারি করবেন।”

নাহিদ ইসলাম জানান, জুলাই সনদের ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে গণভোট হবে। “গণভোটের প্রশ্নগুলো আগেই চূড়ান্ত করতে হবে। নোট অব ডিসেন্টের আলাদা কোনো কার্যকারিতা থাকবে না,” বলেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, আহ্বায়ক জাবেদ রাসিনসহ দলটির কেন্দ্রীয় নেতারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
পুত্র সন্তানের বাবা হলেন হাসনাত আব্দুল্লাহ
অন্তর্বর্তী সরকারের ১৩ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৬০ জন, আহত ৮ হাজারের বেশি
বিশ্বে সামরিক ব্যয়ের সমালোচনার পর দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
বিধিমালায় না থাকায় এনসিপিকে ‘শাপলা’ প্রতীক দেয় হচ্ছে না: নির্বাচন কমিশন
12