logo
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিল ঘানা

অনলাইন ডেস্ক
  ১৩ অক্টোবর ২০২৫, ১২:৪১

২০২৬ সালের ফিফা বিশ্বকাপের মূল পর্বে জায়গা পাকা করেছে ঘানা। আফ্রিকা অঞ্চল থেকে পঞ্চম দল হিসেবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ‘ব্ল্যাক স্টার্স’ নামে পরিচিত ঘানার জাতীয় ফুটবল দল।

রবিবার (১২ অক্টোবর) রাতে আক্রায় অনুষ্ঠিত বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে কোমোরোসকে ১–০ গোলে হারায় ঘানা। ম্যাচের একমাত্র গোলটি করেন মোহাম্মদ কুদুস।

এই জয়ের ফলে গ্রুপ ‘আই’-এর ১০ ম্যাচে ঘানার সংগ্রহ দাঁড়ায় ২৫ পয়েন্টে। দ্বিতীয় স্থানে থাকা মাদাগাস্কার পিছিয়ে ছিল ৬ পয়েন্টে। তাই ঘানাকে টপকাতে হলে মাদাগাস্কারকে শুধু জিতলেই চলত না, পাশাপাশি ঘানার হার ও অন্তত ৮ গোলের ব্যবধানে জেতাও প্রয়োজন ছিল। তবে সেই সমীকরণ আর কার্যকর হয়নি। বামাকোতে মালির কাছে ৪–১ গোলে হেরে বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে যায় মাদাগাস্কারের।

এর আগে আফ্রিকার উত্তরাঞ্চল থেকে আলজেরিয়া, মিসর, মরক্কো ও তিউনিসিয়া বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। এবার একমাত্র পশ্চিম আফ্রিকান দেশ হিসেবে সেই তালিকায় যুক্ত হলো ঘানা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12