logo
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

আপনার আশপাশ থেকে আওয়ামী লীগের লোক সরান, সারজিসকে যুবদল নেতা

অনলাইন ডেস্ক
  ০১ অক্টোবর ২০২৫, ১০:৫৬
সংগ্রহীত


পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে পাশ থেকে আওয়ামী লীগের লোকজন সরানোর দাবি তুলেছেন স্থানীয় এক যুবদল নেতা। এ সময় তিনি আওয়ামী লীগের কর্মীদের পুনর্বাসন না করার কথাও বলেন। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

ঘটনাটি ঘটে সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভজনপুর বাজার এলাকায়। ওই যুবদল নেতার নাম হাসিনুর রহমান। তিনি ভজনপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভিড়ের মধ্যে দাঁড়িয়ে হাসিনুর রহমান বলেন, “আপনার আশপাশের আওয়ামী লীগের লোকদের সরান। দেখেন, আমি দেখাই দিচ্ছি। আসেন, এগুলোকে এক্ষুনি সরান।”

এ সময় সারজিস আলম বলেন, “আমার জানামতে নাই।” জবাবে হাসিনুর বলেন, “আছে, আমি দেখাই দিচ্ছি আপনাকে। আপনি তো এখন আমাদের লোক। নওশাদ ভাইয়ের এলাকায় আসছেন, ধন্যবাদ। কিন্তু আপনার ডানে-বাঁয়ে আওয়ামী লীগের লোকজন ঘুরছে।”

হাসিনুর আরও বলেন, “জুলাই আন্দোলনে আপনার ভূমিকা আছে। আমরা চাই, আপনি বড় নেতা হবেন। কিন্তু আওয়ামী লীগের লোকজন যেন আপনার ছত্রছায়ায় পুনর্বাসিত না হতে পারে।”

জবাবে সারজিস আলম বলেন, “ভাই, আপনি ভালো করেই জানেন, যেদিন ওরা ফিরে এসে আপনাকে ধরবে, ওই দিন আমারও গলা কাটবে। এটা তো মানেন।” পরে তিনি হাসিনুরের সঙ্গে হাত মেলান এবং বলেন, “চলেন, আমরা সবাই একসঙ্গে চা খাব।”

এ বিষয়ে সারজিস আলম সাংবাদিকদের বলেন, “এটা একেবারেই পরিকল্পিত ঘটনা। বিএনপির এক কর্মী আগে থেকেই ভিডিও করার ব্যবস্থা করে রেখেছিল। আসলে কাউকে বিব্রত করাটাকেই ওরা রাজনীতি ভাবে। পূজামণ্ডপে আমি আমার কমিটির লোকজন নিয়ে গিয়েছিলাম, সেখানে আওয়ামী লীগের লোক থাকার প্রশ্নই আসে না।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12