logo
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

সংবিধানের চার মূলনীতি বাদ না দেওয়ার আহ্বান বাসদের

অনলাইন ডেস্ক
  ১৩ অক্টোবর ২০২৫, ১২:২৮

সংবিধানে চার মূলনীতি বাদ দেওয়ার প্রস্তাব থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। দলটি বলেছে, জাতীয় ঐকমত্য কমিশন যদি এই প্রস্তাব থেকে না সরে, তাহলে “জুলাই জাতীয় সনদে” অনেক রাজনৈতিক দলের পক্ষে স্বাক্ষর করা কঠিন হয়ে পড়বে।

শনিবার রাতে বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের স্বাক্ষরে জাতীয় ঐকমত্য কমিশনের উদ্দেশে পাঠানো এক চিঠিতে এ কথা জানানো হয়।

এর আগে ৯ অক্টোবর বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শন সংক্রান্ত সংবিধানের ৪(ক) অনুচ্ছেদ বিলুপ্তি বিষয়ে মতামত চেয়ে কমিশন বাসদকে চিঠি পাঠায়। তারই জবাবে ইমেইল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে চিঠি পাঠায় দলটি।

চিঠিতে বজলুর রশীদ ফিরোজ বলেন, গত ১৭ সেপ্টেম্বর কমিশনের সভায় সিদ্ধান্ত হয়েছিল, জাতীয় সনদে আর কোনো পরিবর্তন আনা হবে না। অথচ এখন নতুন বিষয়ে মতামত চাওয়া হচ্ছে, যা সেই সিদ্ধান্তের পরিপন্থী।

তিনি আরও বলেন, “সংবিধানের চার মূলনীতি বাদ দেওয়ার প্রস্তাব মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানকে মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা হিসেবে দেখা হতে পারে। এতে নতুন করে বিভাজনের রাজনীতি মাথাচাড়া দিতে পারে।”

বাসদ নেতা কমিশনকে আহ্বান জানান, নতুন বিতর্ক না তৈরি করে যেখানে সব দল ঐকমত্যে পৌঁছেছে, সেই বিষয়গুলো নিয়েই জুলাই সনদ চূড়ান্ত করা হোক।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, সংবিধানের ৪(ক) অনুচ্ছেদ নিয়ে আগের কোনো সভায় আলোচনা হয়নি। তাই হঠাৎ করে এই স্পর্শকাতর বিষয়ে মতামত চাওয়া অযৌক্তিক ও অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি করতে পারে।

দলটি চিঠিতে আরও বলে, “দেশবাসী এখন সরকারের কাছ থেকে অতীত ও বর্তমানের দুর্নীতির বিরুদ্ধে শক্ত ও কার্যকর পদক্ষেপ দেখতে চায়।”

তথ্যসূত্র- সমকাল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
ঐকমত্য না হওয়ায় গণভোটের সময় ও প্রক্রিয়া নিয়ে সুপারিশ দেবে কমিশন
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে টানা ৩য় দিনের বৈঠকে ঐকমত্য কমিশন
ঐকমত্য কমিশন কারও প্রতিপক্ষ নয়
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির তৃতীয় দফা বৈঠক
12