logo
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

বাপ্পারাজের রহস্যময় পোস্ট ঘিরে উদ্বিগ্ন ভক্তরা

অনলাইন ডেস্ক
  ১৩ অক্টোবর ২০২৫, ১২:৩০

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজকে ঘিরে হঠাৎই উদ্বেগ ছড়িয়ে পড়েছে ভক্তদের মধ্যে। রোববার (১২ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পেজে এক রহস্যময় পোস্ট দেওয়ার পর থেকেই এমন শঙ্কা দেখা দেয়।

সেদিন রাতে বাপ্পারাজ ফেসবুকে মন খারাপের একটি ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়—অভিনেতার চোখে কালো সানগ্লাস, কপালে চিন্তার ভাঁজ, আর মুখে বিষণ্ণতার ছাপ। দূরে কোথাও তাকিয়ে আছেন তিনি, যেন কোনো অজানা ভাবনায় ডুবে আছেন।

ছবিটি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভক্তদের প্রতিক্রিয়া আসতে শুরু করে। কেউ উদ্বেগ প্রকাশ করে লেখেন, “কী হয়েছে নায়ক?”
আরেকজন মন্তব্য করেন, “ভাইয়া, আপনি আমাদের চলচ্চিত্রের ‘ট্রাজেডি কিং’, নায়করাজের বড় ছেলে। ‘বিদায়’ লেখা যত সহজ, দর্শকদের কাছ থেকে আপনার বিদায় নেওয়া ততটা কঠিন।”
আরেক ভক্ত মন খারাপ করে লেখেন, “ভাই, আমাদের ছেড়ে কোথায় বিদায় নিচ্ছেন?”

তবে এসব মন্তব্যের কোনো উত্তর দেননি বাপ্পারাজ। তার এমন রহস্যময় নীরবতা আরও ভাবিয়ে তুলেছে নেটিজেনদের।

১৯৮৬ সালে বাবা নায়করাজ রাজ্জাকের পরিচালনায় ‘চাঁপাডাঙার বউ’ চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডে অভিষেক ঘটে বাপ্পারাজের। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ত্রিভুজ প্রেমভিত্তিক গল্পে অভিনয় করে ‘ব্যর্থ প্রেমিক’ হিসেবে জনপ্রিয়তা অর্জন করেন।

সিনেমায় প্রায়ই দেখা গেছে—অন্যের জন্য আত্মত্যাগী প্রেমিক হিসেবে তাকে। এই কারণে তিনি ‘ট্রাজেডি হিরো’ নামেও পরিচিত।

তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘গরিবের ওস্তাদ’, ‘গরিবের সংসার’, ‘ডাকাত’, ‘আজকের সন্ত্রাস’, ‘প্রেমের সমাধি’ এবং ‘পাগলীর প্রেম’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12