logo
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

শেখ হাসিনাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা, আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু

অনলাইন ডেস্ক

  ০৮ অক্টোবর ২০২৫, ০৯:১৭
দ্যা ডেইলি স্টার

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল হলে সংশ্লিষ্ট ব্যক্তি কোনো নির্বাচনে প্রার্থী হতে পারবেন না—এমন বিধান যুক্ত করে নতুন অধ্যাদেশ জারি করেছে সরকার। সোমবার রাতে আইন মন্ত্রণালয় থেকে জারি করা এ সংশোধনীতে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি সংসদ, স্থানীয় সরকার বা কোনো সরকারি পদে প্রার্থী বা কর্মকর্তা হিসেবে অযোগ্য হবেন। তবে কেউ ট্রাইব্যুনালে খালাস পেলে এই বিধান প্রযোজ্য হবে না।

এই সংশোধনের ফলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনে অংশ নেওয়ার পথ বন্ধ হয়ে গেছে। কারণ, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁর বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল হয়েছে। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক এমপি সাইফুল ইসলামসহ কয়েকজন সরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতার বিচার চলছে।

এদিকে, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধেও আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত অপরাধের অভিযোগে তদন্ত কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। সাক্ষ্য-প্রমাণ ও বিচারিক নথির ভিত্তিতে তদন্ত এগোবে বলে তিনি জানান।

তাজুল ইসলাম আরও বলেন, আপাতত কেবল আওয়ামী লীগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে, তবে প্রয়োজনে অন্য দলগুলোর সম্পৃক্ততাও খতিয়ে দেখা হতে পারে।

তথ্যসূত্র- সমকাল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
পাঁচ দফা দাবিতে ঢাকাজুড়ে মানববন্ধনের ঘোষণা দিল জামায়াত ও চরমোনাই পীর
শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার হামলা
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শুরু আজ
এক বছরে চারবার সংশোধন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন
12