গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড জিতলেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির

পাকিস্তানি বিনোদন জগতের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড জিতেছেন জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সদ্য বাংলাদেশ সফর শেষে তিনি হাম অ্যাওয়ার্ডসের মঞ্চে এই পুরস্কার গ্রহণ করেন।
নীল ঝলমলে পোশাকে উজ্জ্বল মুখে মিষ্টি হাসি নিয়ে মঞ্চে ওঠেন হানিয়া। হাতে পুরস্কার নিয়ে আবেগঘন বক্তব্যে তিনি সবাইকে মুগ্ধ করেন। সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
পুরস্কার গ্রহণের সময় হানিয়া বলেন, “আমি আমার পরিবার, বন্ধুদের ধন্যবাদ দিতে চাই, যারা আমার পরিবারের মতোই। আর আমার ভক্তরা—তারা পৃথিবীর সবচেয়ে মিষ্টি মানুষ। তাদের ভালোবাসাই আমার অনুপ্রেরণা।”
তিনি আরও বলেন, “অনলাইন বা সামনাসামনি আপনারা যে ভালোবাসা দেখান, তার জন্য আমি কৃতজ্ঞ। এই পুরস্কার আমার জন্য অনেক আনন্দের।”
জানা গেছে, আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ খ্যাতি অর্জনকারী শিল্পীদের এই গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
বর্তমানে হানিয়া আমির পাকিস্তানের সীমা ছাড়িয়ে বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেছেন। নাটক ও চলচ্চিত্রে তার অভিনয় তাকে পরিণত করেছে এক সত্যিকারের গ্লোবাল সেনসেশনে।
তার এই অর্জনে উচ্ছ্বসিত ভক্তরা সামাজিক মাধ্যমে প্রিয় তারকাকে শুভেচ্ছা জানাতে একটুও কার্পণ্য করছেন না।
মন্তব্য করুন