logo
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন

অনলাইন ডেস্ক
  ১৩ অক্টোবর ২০২৫, ১৭:০১
জাগতিক

জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা আগামী ১৮ নভেম্বর প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৩ অক্টোবর) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ইসির জনসংযোগ অধিশাখা এক বিজ্ঞপ্তিতে জানায়, ভোটার তালিকা ডাটাবেজে অন্তর্ভুক্ত করার জন্য ২০০৭ সালের ৩১ অক্টোবর বা তার আগে জন্মগ্রহণকারী নাগরিকদের নাম হালনাগাদকৃত খসড়া তালিকায় যুক্ত করার কাজ চলছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত ও মাঠপর্যায়ে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসারের সিএমএস পোর্টালে লিঙ্ক পাঠানোর শেষ তারিখ ২৫ অক্টোবর।

হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ১ নভেম্বর। এরপর দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।

সংশোধনকারী কর্তৃপক্ষ এসব আবেদন নিষ্পত্তি করবেন ১৭ নভেম্বরের মধ্যে। এরপর চূড়ান্তভাবে হালনাগাদ তথ্য অন্তর্ভুক্ত করে ১৮ নভেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
আগামীকাল বৃহস্পতিবার বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণ বিধিমালায় বড় পরিবর্তন, নতুন বিধিমালা চূড়ান্ত হতে যাচ্ছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন দলগুলোকে নিবন্ধন আবেদন আহ্বান করেছে ইসি
স্থানীয় সরকার নির্বাচন শেষ হতে লাগবে এক বছর
12