logo
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

চট্টগ্রামে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে যুবক হত্যা, মরদেহ নালায় উদ্ধার

অনলাইন ডেস্ক
  ০৩ নভেম্বর ২০২৫, ১৯:৪৩

চট্টগ্রামের পাঁচলাইশ থানার হামজরাবাগ এলাকার একটি নালা থেকে সোমবার বিকেলে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মোহাম্মদ হাসিব (২৬)। তিনি জঙ্গালপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান জানান, নালায় একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, একই এলাকার এক প্রবাসীর স্ত্রী ও হাসিবের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ওই নারী তার প্রবাসী স্বামীর কাছে তালাকনামা পাঠিয়ে হাসিবের সঙ্গে বিবাহ করেন। বিষয়টি জানতে পেরে প্রবাসী ব্যক্তি গত সপ্তাহে দেশে ফিরেন এবং স্ত্রীর সংসারে ফেরানোর চেষ্টা শুরু করেন।

ওসি জানান, শেষপর্যন্ত প্রবাসী ব্যক্তি হাসিবকে বাসায় ডেকে নিয়ে স্থানীয় সংগীত আবাসিকের ভেতরে নিয়ে এসে তাকে এলোপাথারি ছুরিকাঘাতে আহত করে এবং গলা কেটে হত্যা করে। হত্যার পর দায়ী ব্যক্তিরা পালিয়ে যায়। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের ধরার চেষ্টা করছে।

নিহত হাসিবের বড় ভাই মোহাম্মদ সাইফ নিশ্চিত করে বলেছেন, “অন্যায় করলে বিচার চাই। কিন্তু এইভাবে বাসা থেকে ডেকে নিয়ে মানুষকে হত্যা করা মেনে নেওয়া যায় না। হত্যাকারীদের ফাঁসি চাই।”

পুলিশ ঘটনার তদন্ত করছে এবং ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12