মোংলা ইপিজেডে দুর্যোগ প্রস্তুতি ও মাল্টি-হ্যাজার্ড ব্যবস্থাপনা প্রশিক্ষণ শুরু
শিল্পকারখানার উৎপাদন সচল রাখা ও দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে মোংলা ইপিজেডে শুরু হয়েছে “দুর্যোগ প্রস্তুতি, ব্যবসায়িক ধারাবাহিকতা ও মাল্টি-হ্যাজার্ড ব্যবস্থাপনা” বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি। সোমবার (৩ নভেম্বর ২০২৫) এ কর্মসূচির উদ্বোধন করেন মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক জনাব কালাম মোঃ আবুল বাশার।
দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই-এর সেইফটি কাউন্সিল ও মোংলা ইপিজেডের যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে ইপিজেডের বিভিন্ন শিল্পকারখানার কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আবুল বাশার বলেন, সঠিক প্রস্তুতি ও দ্রুত পদক্ষেপের মাধ্যমে যেকোনো দুর্যোগে ক্ষতি কমানো সম্ভব। দুর্যোগ ব্যবস্থাপনা কৌশল প্রয়োগের মাধ্যমে উৎপাদনও সচল রাখা যায়। তিনি এফবিসিসিআই-এর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নয়ন ও ঝুঁকি হ্রাসে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে মোংলা ইপিজেডের অতিরিক্ত নির্বাহী পরিচালক জনাব ওয়াহেদুজ্জামান বলেন, কারখানা পর্যায়ে দুর্যোগ ঝুঁকি হ্রাসের জন্য সক্ষমতা বৃদ্ধি জরুরি। এই প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এফবিসিসিআই সেইফটি কাউন্সিলের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ মঞ্জুর কাদের খান প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম ও সংগঠনের চলমান উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ প্রিপেয়ার্ডনেস পার্টনারশিপ (বিপিপি) প্রকল্পের আওতায় এফবিসিসিআই শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানের দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে।
তিনি আরও বলেন, সরকার ও বেসরকারি খাতের সম্মিলিত উদ্যোগে দেশে একটি টেকসই ও নিরাপদ ব্যবসায়িক পরিবেশ গড়ে উঠবে। এ সময় তিনি গেটস ফাউন্ডেশনকে আর্থিক সহায়তা ও এশিয়ান ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস সেন্টার (এডিপিসি)-কে কারিগরি সহায়তার জন্য ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোংলা ইপিজেডের পরিচালক (প্রশাসন) মোঃ কাউসার হোসেন, ইপিজেড জোন অফিসের কর্মকর্তাবৃন্দ এবং এফবিসিসিআই সেইফটি কাউন্সিলের কর্মকর্তারা।
মন্তব্য করুন

