এস আলম গ্রুপের চেয়ারম্যানের ৪৬৯ একর সম্পত্তি ক্রোকের আদেশ
এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা মোট ৪৬৯ একর জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।
দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এ নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা ও সহকারী পরিচালক তানজির আহমেদ।
দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক তাহসিন মুনাবিল হক আদালতে এ আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে তদন্ত চলছে। তদন্ত চলাকালে সম্পত্তি হস্তান্তর বা বিক্রয় রোধে এগুলো ক্রোকের প্রয়োজনীয়তা দেখা দেয়।
আদালতের আদেশে বলা হয়, ক্রোক করা সম্পদের মধ্যে রয়েছে গাজীপুর সদরে ৮.৫৮ একর, শ্রীপুরে ৪.৮৬ একর, কক্সবাজারের মহেশখালীতে ১৮০.২৮২১ একর, কক্সবাজার সদরে ২.১২ একর, চকরিয়ায় ০.৯৬৭৫ একর এবং চট্টগ্রামে ২৭২.৬৮ একর জমি।
দুদক সূত্র জানায়, এসব সম্পত্তি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হস্তান্তর বা ব্যবহার করা যাবে না।
মন্তব্য করুন





